X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

স্ফুলিঙ্গের মতো খবর ছড়িয়ে পড়ে বঙ্গবন্ধু আসছেন

উদিসা ইসলাম
১০ জানুয়ারি ২০২৪, ০০:০২আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০০:০২

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পশ্চিম পাকিস্তানে সেনাবাহিনীর হাতে আটক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৬ ডিসেম্বর দেশ যখন বিজয়ের গান গাইছে তখনও তিনি বন্দি। ১৯৭২ সালের ১০ জানুয়ারি তিনি স্বাধীন দেশের মাটিতে ফিরে আসেন। সেই আসাও খুব সহজ পথে ছিল না। কারাগার থেকে মুক্তি পেয়ে ৮ জানুয়ারি যখন জানা গেলো—তিনি লন্ডনের পথে, তখন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সেই খবর। সেই রাতে যখন বঙ্গবন্ধু তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন তখন মানুষ জানতে পারেন– এক মুহূর্তও দেশ, দেশের মানুষ ও পরিবার ছেড়ে তিনি বাইরে থাকতে রাজি নন। তিনি ফিরছেন।

রাওয়ালপিন্ডি ত্যাগের ১০ ঘণ্টা পর হিথ্রো পৌঁছান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেখানে অবস্থিত বাঙালিরা একনজর তাঁকে দেখার জন্য ভিড় করেন বিমানবন্দরে, হোটেলের সামনে, রাস্তায়। ততক্ষণে ঢাকায় খবর পৌঁছে গেছে। সবার মনে একই প্রশ্ন– কখন আসবেন বঙ্গবন্ধু। এরইমধ্যে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে দেশে ফিরিয়ে আনতে বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে ৮ জানুয়ারি বঙ্গভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসে। অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। বৈঠকে বঙ্গবন্ধুকে দেশে আনার পরিকল্পনা ও কর্মসূচি আলোচিত হয়। সেখানে প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ জানান, বঙ্গবন্ধু ফেরার পথে ভারতের ওপর দিয়ে আসবেন। এদিনই সাংবাদিকদের জানানো হয়— বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে বাংলাদেশে ফিরবেন।

১৯৭২ সালের ১০ জানুয়ারি দৈনিক বাংলায় প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান লন্ডন থেকে তার মন্ত্রিসভা ও পরিবারের সদস্য এবং বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছাবাণী পাঠান। তিনি সেসময় সদ্য কারামুক্তির পর লন্ডনে অবস্থান করছিলেন। লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্র দফতরের মাধ্যমে পাঠানো এই শুভেচ্ছাবাণী ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের মন্ত্রিসভা ও বেগম মুজিবের কাছে পৌঁছে দেওয়া হয়। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের মুখপাত্র সংবাদ সংস্থা এনাকে জানায়, এখানকার হাইকমিশনারকে তাদের লন্ডনস্থ পররাষ্ট্র দফতর থেকে বঙ্গবন্ধুর লন্ডন সফর সম্পর্কে সরকারিভাবে অবহিত করেছে। মুখপাত্র বলেন, তবে বঙ্গবন্ধু শেখ মুজিবের লন্ডন থেকে ঢাকা প্রত্যাবর্তন বিষয়ে তখনও কিছু জানা যায়নি।

মা-বাবার কাছেও খবরটি ছিল অবিশ্বাস্য !

পাকিস্তানের জেল থেকে বঙ্গবন্ধু ছাড়া পেয়েছেন, তিনি এখন মুক্ত এবং সুস্থ এ কথা বঙ্গবন্ধুর পিতামাতা বিশ্বাসই করেননি! অনেক বোঝানোর ও বলা-কওয়ার পর তারা খবরটা বিশ্বাস করেন। ঢাকা শহর আওয়ামী লীগের সম্পাদক গাজী গোলাম মোস্তফা এমপিএ ৮ জানুয়ারি এ কথা জানান।

দৈনিক বাংলায় প্রকাশিত ৯ জানুয়ারির খবরে লেখা হয়—শেখ রেহানাকে জিজ্ঞেস করা হয়েছিল কী আলাপ হলো। লজ্জাবিধুর কণ্ঠে রেহানা জানালেন,  আব্বা বললেন, ‘কী মা, কেমন আছো?’ ব্যাস, আর কিছু শুনিনি আমি। বঙ্গবন্ধুর ছোট ছেলে রাসেল তখন খেলছিল আপন মনে। ওকে দেখে মনে হচ্ছিল—খুব খুশি সে আজ। আব্বা আসছে। শেখ রেহানা জানান, ‘রাসেলও কথা বলেছে ফোনে। রাসেল আমাকে বললো, সে ঠিকই আব্বার গলা চিনতে পেয়েছে।’

ফোন ধরেছিলেন বেগম মুজিবুর রহমানও। কিন্তু, ফোনে কথা বলতে পারেননি। শুধু, বঙ্গবন্ধুর কণ্ঠস্বরটাই শুনতে পেয়েছেন তিনি। আজকে জাতির এই শুভ মুহূর্তে বেগম মুজিব কিছু বলবেন কিনা জানতে চাইলে তিনি বলছিলেন, শেখ সাহেব না আসা পর্যন্ত তিনি কিছুই বলবেন না। এ সময় অলইন্ডিয়া টেলিভিশন একটা প্রামাণ্য অনুষ্ঠানের চিত্র তুলছিল। শেখ হাসিনার ছোট্ট ছেলেটি একবার কেঁদে উঠলে তাকে প্রবোধ দিতে শোনা যায়—‘না না কাঁদে না, নানা আসবে, নানা আসবে’। সে তখনও নানাকে দেখেনি।

 ১৯৭২ সালের ১০ জানুয়ারি দৈনিক বাংলায় প্রকাশিত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের ছবি বঙ্গবন্ধু শেখ মুজিব লন্ডনে ১৫ ঘণ্টারও বেশি সময় ছিলেন। এর মধ্যে তিনি এতটুকু ঘুমোতে পারেননি, বিশ্রাম নিতে পারেননি। ৮ তারিখে লন্ডনের সংবাদ সম্মেলনের সংবাদ আন্তর্জাতিক সংবাদ সংস্থার বরাত দিয়ে ১৯৭২ সালের ৯ জানুয়ারি দৈনিক বাংলায় প্রকাশিত হয়। সেখানে বলা হয়—বঙ্গবন্ধু বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুস্থ আছি, বেঁচে আছি। এ মুহূর্তে আপনারা শুধু আমাকে দেখুন, কিছু শোনার আশা করবেন না। আমি আর বেশি কিছু বলতে চাই না।’ তিনি বলেন, ‘আমি আর এক মুহূর্ত এখানে থাকতে রাজি না। আমি আমার জনগণের কাছে ফিরে যেতে চাই।’ সেখানে তিনি জানান, ১০ জানুয়ারি তার বাংলাদেশে ফেরার দিন নির্ধারণ হয়েছে।

মুক্তিযুদ্ধকালে লন্ডনে থেকে আন্তর্জাতিক পরিসরে যুদ্ধ, শরণার্থী, সহায়তা নিয়ে কাজ করেছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বঙ্গবন্ধু মুক্ত হয়ে সরাসরি লন্ডন আসছেন জানার পরে কেমন ছিল সেখানকার আবহ, বলতে গিয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু লন্ডনে নামার পর থেকে তাঁর নিরাপত্তা ইস্যুটি বড় হয়ে দেখা দেয়। বঙ্গবন্ধু এসেছেন শুনে হোটেলের বাইরে শত শত মানুষ উপস্থিত হয়েছিল। যারাই সেখানে বসবাস করতেন, তাদের আবেগ কাজ করছিল প্রচণ্ড। আমরা কয়েকজন ভেতরে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। এবং নেতা হিসেবে বঙ্গবন্ধু তখনই যে বিশ্বনেতৃত্বের কাছে ‘ম্যাটার করছিলেন’ সেটা আমরা নিজ চোখে সেদিনই দেখেছিলাম।’

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক লিখে ফেসবুকে স্ট্যাটাস, এসিল্যান্ডকে অব্যাহতি
গাজীপুর সিটি করপোরেশনবঙ্গবন্ধুর মাগফিরাত কামনায় চিঠি দিয়ে সচিব ওএসডি, প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল
সর্বশেষ খবর
ইশরাককে মেয়র পদে শপথ করানোর দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ
ইশরাককে মেয়র পদে শপথ করানোর দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ
চট্টগ্রামে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
চট্টগ্রামে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় আটক ৩, থামায় মামলা
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় আটক ৩, থামায় মামলা
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে সারা দেশে ছাত্রদলের কর্মসূচি 
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে সারা দেশে ছাত্রদলের কর্মসূচি 
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু