X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্বের অবস্থানে মতভেদ

শেখ শাহরিয়ার জামান
১০ জানুয়ারি ২০২৪, ১৬:০৩আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৮:১৩

বাংলাদেশ ও নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্বের অবস্থানে মতভেদ আছে বলে প্রতীয়মান হচ্ছে। আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্ব একই সুরে কথা বললেও, দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে তাদের প্রতিক্রিয়ায় ভিন্নতা দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি এবং তারা ‘বাংলাদেশের’ সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে। কানাডা ‘হতাশা’ ব্যক্ত করে বলেছে, গণতান্ত্রিক নীতির পূর্ণ ব্যবহার নির্বাচন প্রক্রিয়ায় অনুপস্থিত ছিল।

অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের প্রতিক্রিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতা পরিহার করার পাশাপাশি ‘বাংলাদেশ সরকারের’ সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছে। এশিয়ার শক্তিশালী দুটি দেশ—যাদের পশ্চিমা বিশ্বের অংশীদার হিসেবে গণ্য করা হয়, জাপান ও দক্ষিণ কোরিয়া—তাদের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে অভিনন্দন জানিয়েছে।

এ ছাড়া ভারত, চীন, রাশিয়া, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো, আসিয়ানের প্রায় সব দেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূতও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

এ বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার মো. শহীদুল হক বলেন, ‘নির্বাচনের আগেই প্রায় প্রতিটি দেশ তাদের অবস্থান পরিষ্কার করেছিল। ফলে কার কী প্রতিক্রিয়া হতে পারে, সেটি আগে থেকে আঁচ করা গিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি দেশ জাতীয় স্বার্থ, ভূরাজনৈতিক বাস্তবতা ও তাদের মতাদর্শের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। ওই দেশগুলো বাংলাদেশকে কী চোখে দেখে, সেটির একটি প্রতিফলন পরিলক্ষিত হয় তাদের বিবৃতি ও কর্মকাণ্ডে।’

বাংলাদেশ ও বাংলাদেশ সরকার
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র তাদের বিবৃতিতে জানিয়েছে ‘বাংলাদেশের’ সঙ্গে কাজ করবে। বাংলাদেশের জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জানিয়েছে কানাডা। অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ‘বাংলাদেশ সরকারের’ সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে।

এ বিষয়ে শহীদুল হক বলেন, ‘কূটনীতিতে শব্দের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দেশগুলো বাংলাদেশ ও বাংলাদেশ সরকার শব্দগুলোর ব্যবহার সুচিন্তিতভাবে করেছে।’

শব্দ দুটির মধ্যে পার্থক্য কী, জানতে চাইলে তিনি বলেন, ‘যখন বলা হয় বাংলাদেশ সরকার, তখন বুঝতে হবে নির্বাচন প্রক্রিয়া ও সরকারের ওপর তাদের আস্থা আছে।’

পরবর্তী করণীয়
রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশগুলো হচ্ছে দিল্লি, বেইজিং, লন্ডন, ব্রাসেলস ও ওয়াশিংটন। বাংলাদেশের প্রতি ওই দেশগুলোর অবস্থান অজানা নয় এবং এ প্রেক্ষাপটে নতুন সরকারকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে কার সঙ্গে কোন মাত্রার সম্পর্ক রাখা দরকার।

এ বিষয়ে শহীদুল হক বলেন, ‘তিনটি হতে পারে। একটি হচ্ছে ‘রিএনফোর্সড এনগেজমেন্ট’, ‘রিস্ট্রেন্ডড এনগেজমেন্ট’ বা ‘কারেন্ট এনগেজমেন্ট’। এর মানে হচ্ছে বর্তমানে যে ধরনের সম্পর্ক রয়েছে, সেটি অব্যাহত থাকবে। অন্যটি হতে পারে সম্পর্ক আরও জোরদার করার প্রচেষ্টা। তৃতীয় যেটি রয়েছে, সেটি হচ্ছে ‘সংযত’ সম্পর্ক রাখা।’

তিনি বলেন, ‘বাংলাদেশের বর্তমান উন্নতি, অর্থনৈতিক সক্ষমতাসহ অন্যান্য ইতিবাচক বিষয়গুলো সঠিকভাবে তুলে ধরার পাশাপাশি অনিয়মগুলোর বিষয়ে সমাধানের চেষ্টা করতে হবে। পৃথিবীর কোনও দেশই পারফেক্ট না। বিষয়টি অনুধাবন করে কর্মপন্থা করা ঠিক করা দরকার।’

/এসএসজেড/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
প্রথমবারের মতো মার্কিন পোপ, রবার্ট প্রেভোস্ট হলেন পোপ লিও চতুর্দশ
যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শীর্ষ প্রবৃদ্ধি বাংলাদেশে
সর্বশেষ খবর
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ
পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর চূড়ান্ত আন্দোলন শুরু হবে: সারজিস আলম
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর চূড়ান্ত আন্দোলন শুরু হবে: সারজিস আলম
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ