X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্বের অবস্থানে মতভেদ

শেখ শাহরিয়ার জামান
১০ জানুয়ারি ২০২৪, ১৬:০৩আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৮:১৩

বাংলাদেশ ও নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্বের অবস্থানে মতভেদ আছে বলে প্রতীয়মান হচ্ছে। আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্ব একই সুরে কথা বললেও, দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে তাদের প্রতিক্রিয়ায় ভিন্নতা দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি এবং তারা ‘বাংলাদেশের’ সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে। কানাডা ‘হতাশা’ ব্যক্ত করে বলেছে, গণতান্ত্রিক নীতির পূর্ণ ব্যবহার নির্বাচন প্রক্রিয়ায় অনুপস্থিত ছিল।

অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের প্রতিক্রিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতা পরিহার করার পাশাপাশি ‘বাংলাদেশ সরকারের’ সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছে। এশিয়ার শক্তিশালী দুটি দেশ—যাদের পশ্চিমা বিশ্বের অংশীদার হিসেবে গণ্য করা হয়, জাপান ও দক্ষিণ কোরিয়া—তাদের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে অভিনন্দন জানিয়েছে।

এ ছাড়া ভারত, চীন, রাশিয়া, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো, আসিয়ানের প্রায় সব দেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূতও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

এ বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার মো. শহীদুল হক বলেন, ‘নির্বাচনের আগেই প্রায় প্রতিটি দেশ তাদের অবস্থান পরিষ্কার করেছিল। ফলে কার কী প্রতিক্রিয়া হতে পারে, সেটি আগে থেকে আঁচ করা গিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি দেশ জাতীয় স্বার্থ, ভূরাজনৈতিক বাস্তবতা ও তাদের মতাদর্শের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। ওই দেশগুলো বাংলাদেশকে কী চোখে দেখে, সেটির একটি প্রতিফলন পরিলক্ষিত হয় তাদের বিবৃতি ও কর্মকাণ্ডে।’

বাংলাদেশ ও বাংলাদেশ সরকার
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র তাদের বিবৃতিতে জানিয়েছে ‘বাংলাদেশের’ সঙ্গে কাজ করবে। বাংলাদেশের জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জানিয়েছে কানাডা। অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ‘বাংলাদেশ সরকারের’ সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে।

এ বিষয়ে শহীদুল হক বলেন, ‘কূটনীতিতে শব্দের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দেশগুলো বাংলাদেশ ও বাংলাদেশ সরকার শব্দগুলোর ব্যবহার সুচিন্তিতভাবে করেছে।’

শব্দ দুটির মধ্যে পার্থক্য কী, জানতে চাইলে তিনি বলেন, ‘যখন বলা হয় বাংলাদেশ সরকার, তখন বুঝতে হবে নির্বাচন প্রক্রিয়া ও সরকারের ওপর তাদের আস্থা আছে।’

পরবর্তী করণীয়
রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশগুলো হচ্ছে দিল্লি, বেইজিং, লন্ডন, ব্রাসেলস ও ওয়াশিংটন। বাংলাদেশের প্রতি ওই দেশগুলোর অবস্থান অজানা নয় এবং এ প্রেক্ষাপটে নতুন সরকারকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে কার সঙ্গে কোন মাত্রার সম্পর্ক রাখা দরকার।

এ বিষয়ে শহীদুল হক বলেন, ‘তিনটি হতে পারে। একটি হচ্ছে ‘রিএনফোর্সড এনগেজমেন্ট’, ‘রিস্ট্রেন্ডড এনগেজমেন্ট’ বা ‘কারেন্ট এনগেজমেন্ট’। এর মানে হচ্ছে বর্তমানে যে ধরনের সম্পর্ক রয়েছে, সেটি অব্যাহত থাকবে। অন্যটি হতে পারে সম্পর্ক আরও জোরদার করার প্রচেষ্টা। তৃতীয় যেটি রয়েছে, সেটি হচ্ছে ‘সংযত’ সম্পর্ক রাখা।’

তিনি বলেন, ‘বাংলাদেশের বর্তমান উন্নতি, অর্থনৈতিক সক্ষমতাসহ অন্যান্য ইতিবাচক বিষয়গুলো সঠিকভাবে তুলে ধরার পাশাপাশি অনিয়মগুলোর বিষয়ে সমাধানের চেষ্টা করতে হবে। পৃথিবীর কোনও দেশই পারফেক্ট না। বিষয়টি অনুধাবন করে কর্মপন্থা করা ঠিক করা দরকার।’

/এসএসজেড/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
খারকিভে রুশ হামলায় নিহত ১০
রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ রুশ তেল শোধনাগার
দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে সুলিভানের বৈঠক
সর্বশেষ খবর
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ