X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

সামাজিক সুরক্ষা খাতের ভাতা বাড়ানোর দাবি সংসদে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৭

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপট বিবেচনা করে সামাজিক সুরক্ষা খাতের ভাতার পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন সরকারি দলের সংসদ সদস্য চাঁদপুর-৫ আসনের রফিকুল ইসলাম। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, বিধবা ভাতা এগুলো এখনও যতজন পাওয়ার কথা তাদের অনেকে পাচ্ছেন না। বর্তমানে সর্বোচ্চ ভাতা ৭০০ টাকা। বর্তমান যে দ্রব্যমূল্যের বাজারে ৭০০ টাকা দিয়ে জীবনধারণ কোনমতেই সম্ভব না। তিনি এই ভাতা ন্যূনতম ২ হাজার টাকা করার দাবি জানান।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

রফিকুল ইসলাম বলেন, অনেক সচ্ছল ব্যক্তিও বয়স্ক ভাতা পান। যেখানে অতি নিম্ন আয় বা আয়হীন সব মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে বেঁচে থাকার ন্যূনতম ভাতা দেওয়া যাচ্ছে না সেখানে সচ্ছল ব্যক্তিদের ভাতা দেওয়া ন্যায়বিচারভিত্তিক সমাজব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে। এসব বন্ধ করে যারা পাওয়ার উপযুক্ত তাদের সবাইকে ভাতার আওতায় এনে ভাতার পরিমাণ বৃদ্ধি করার প্রস্তাব করেন তিনি।

পিতার নামে আবদার

কিশোরগঞ্জের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিককে পাঁচ মিনিট সময় দেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। পাঁচ মিনিট শেষ হলে তৌফিক আরও দুই মিনিট সময় বাড়াতে ডেপুটি স্পিকারের কাছে আবেদন করেন। এসময় তৌফিক ডেপুটি স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, আমার পিতাও (সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার আবদুল হামিদ) আপনার আসনে বসতেন, সেই হিসাবে আমি আপনার কাছে সুবিধা চাইবো। তৌফিক বলেন, দুই-তিন মিনিট সময় দেন। তৌফিকের এভাবে সময় চাওয়ার আবেদনে সংসদ কক্ষে হাসির রোল পড়ে যায়। তখন ডেপুটি স্পিকার তৌফিককে উদ্দেশে বলেন, বলতে থাকুন।

অনির্ধারিত আলোচনায় জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, শব্দদূষণের কারণে রাস্তায়... মোটরসাইকেলেও হাইড্রোলিক হর্ন। সমস্ত কিছুতে হাইড্রোলিক হর্ন। কান ঝালাপালা হয়ে যায়। মনে হয় দেশে কোনও আইন নেই। বিভিন্ন কনসার্ন বিভাগ আইনের প্রয়োগ করছে না। এটা খুবই জরুরি। স্বরাষ্ট্র ও পরিবেশ মন্ত্রণালয়সহ যারা কনসার্ন আছেন এ বিষয়টা জনগণের স্বার্থে দেখা হয়।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
২৩ মার্চের মধ্যে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধের নির্দেশ
৩৮ মাসের বেতন-ভাতা বকেয়া, ১১৮ গ্রাম পুলিশের মানবেতর জীবন
আন্দোলনে আহত কর্মক্ষমতা হারানোরা পাবেন আজীবন ভাতা
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান গ্রেফতার
বিমানবন্দরের চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
খালেদা জিয়ার দেশে ফেরাবিমানবন্দরের চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
খাদ্যগুদামে চাল সরবরাহ না করায় রাজশাহী বিভাগে ৬১টি চালকলের লাইসেন্স বাতিল
খাদ্যগুদামে চাল সরবরাহ না করায় রাজশাহী বিভাগে ৬১টি চালকলের লাইসেন্স বাতিল
কক্সবাজারে নতুন আসা এক লাখ ১৮ হাজার রোহিঙ্গার নিবন্ধন, ক্যাম্পে জায়গা নেই
কক্সবাজারে নতুন আসা এক লাখ ১৮ হাজার রোহিঙ্গার নিবন্ধন, ক্যাম্পে জায়গা নেই
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর