X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

বিএনপি-জামায়াত বিভিন্ন দেশের রাজধানীতে ঘুরে বেড়াচ্ছে: কাজী নাবিল আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৬

মানুষের ওপর আস্থা হারিয়ে বিএনপি-জামায়াতের নেতারা বিভিন্ন দেশের রাজধানীতে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন যশোর-৩ সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। সরকারদলীয় এই এমপি বলেন, দেশের জনগণের ওপর বিএনপি-জামায়াতের আস্থা নেই। তারা আস্থা রেখেছে বিদেশিদের ওপরে। বিভিন্ন দেশের রাজধানীতে ঘুরে বেড়াচ্ছে। ঢাকার বিভিন্ন দূতাবাসে ঘুরে বেড়াচ্ছে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়।

কাজী নাবিল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বাংলাদেশের মানুষের আস্থা রয়েছে। কারণ তার নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে যে উন্নয়ন হয়েছে তা সবার কাছে দৃশ্যমান। বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে আমরা জয়লাভ করেছি। নির্বাচনের সময় আমরা শেখ হাসিনার উন্নয়নের কথা বলে ভোট প্রার্থনা করেছি।

টানা চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হওয়ায় শিরীন শারমিন চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে কাজী নাবিল আশা প্রকাশ করেন, বর্তমান স্পিকারের নেতৃত্বে আগামী ৫ বছর সংসদে প্রাণবন্ত ও দিকনির্দেশনামূলক আলোচনা হবে।

দেশের উন্নয়নের তুলনামূলক চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০০৯ সালে মাথাপিছু আয় ৬০০ মার্কিন ডলারের কিছু বেশি ছিল। এখন তা বেড়ে হয়েছে ২৭০০ ডলার। ২০০৯ সালের জিডিপি ৬০ বিলিয়ন ডলার থেকে এখন ৪৫০ বিলিয়ন ডলার হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ৩২০০ মেগাওয়াট থেকে বেড়ে ২৫ হাজারের মেগাওয়াটের বেশি। আমরা অবকাঠামো ও অর্থনৈতিক সূচক থেকে শুরু করে সব ক্ষেত্রে এগিয়ে চলেছি।

সরকারি দলের এই এমপি সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, সব আন্তর্জাতিক ও জাতীয় চক্রান্তকে ছিন্ন করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বপ্নের পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, পায়রা সমুদ্রবন্দর, মহেশখালীতে এলএনজি টার্মিনাল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণসহ উন্নয়নের কাজ বলে শেষ করা যাবে না। সব উন্নয়নকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সবসময় মানুষের উন্নয়নের জন্য গুরুত্ব দিয়েছেন। সব সামাজিক সূচকে বাংলাদেশ এগিয়ে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, মাতৃসেবা, শিশু মৃত্যুরোধসহ সব ক্ষেত্রে এমডিজির ৮টি লক্ষ্যমাত্রার সব ক্ষেত্রেই উত্তরণ করেছে। এসডিজির ১৭টি গোলের সবগুলো লক্ষ্যমাত্রা অনুযায়ী এগিয়ে চলেছে। প্রতিটি সূচকে আমাদের উন্নয়ন হচ্ছে।

প্রধানমন্ত্রী সবসময় বাংলার প্রান্তিক মানুষের বিষয়ে গুরুত্ব দিয়েছেন উল্লেখ করে কাজী নাবিল বলেন, আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব উন্নয়ন তিনি প্রান্তিক মানুষের জন্য করেছেন। তারই চিন্তাপ্রসূত বয়স্কভাতা, বিধবাভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, ভিজিএফ, ভিজিডি। তিনি সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন যাতে দেশের মানুষ সুরক্ষা পেতে পারে।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে যে অর্থনৈতিক চাপ ও সারা বিশ্বে যে টালমাটাল অবস্থা দেখা দিয়েছে, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব দেশের তুলনায় বহুলাংশে ভালো আছে।

নিজের নির্বাচনি এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরে যশোর-৩ আসনের এই এমপি বলেন, ২০০৯ সালে প্রথমে যশোর জেলাকে ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করা হয়। যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, সফটওয়্যার আইটি পার্ক নির্মাণ করা হয়েছে। ভৈরব নদ খনন করা হয়েছে। যশোর এলাকায় চার লেন, ছয় লেনসহ বেশ কয়েকটি সড়ক মহাসড়ক নির্মাণ করা হয়েছে। ঢাকা থেকে যশোর ও যশোর থেকে মোংলা নতুন রেললাইন তৈরি হচ্ছে। এর ফলে খুলনা অঞ্চল দেশের তৃতীয় অর্থনৈতিক করিডোর হতে যাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন উন্নয়নমূলক কাজ করে চলেছেন তখন তাকিয়ে দেখি বিএনপি-জামায়াত একাত্তর ও পঁচাত্তরের পরাজিত শক্তি ধ্বংসযজ্ঞে মেতে আছে। ২০০১-০৬ সাল পর্যন্ত তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল। গ্রেনেড হামলা, বোমা হামলা, বাংলাভাইয়ের উত্থান, বিচারপতি হত্যা, সিরিজ বোমা হামলা, এসব কাজ তারা করেছে। একই কাজ তারা করেছে ২০১৩, ১৪ ও ১৫ সালে। ২০২৩ সালের ২৮ অক্টোবর একই ধ্বংসযজ্ঞে তারা মেতে উঠেছিল। তারা প্রধান বিচারপতির বাড়িতে আক্রমণ করেছে। পুলিশকে হত্যা করেছে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সবসময় হত্যা, ধ্বংসযজ্ঞ চালানো এবং দেশকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ তৈরির জন্য কাজ করে যাচ্ছেন। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, চতুর্থ শিল্প বিপ্লবসহ সব ক্ষেত্রে বাংলাদেশের দ্বার উন্মোচন হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর কারণে। আমাদের ভালো দিনগুলো সামনে রয়েছে। সরকার যেভাবে উন্নয়ন করছে তাতে আগামী ৫ বছরে উন্নয়নের মধ্য দিয়ে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ তৈরির পথে এগিয়ে যাবো।

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত: গয়েশ্বর চন্দ্র
দেশ কোনও দুর্বৃত্তের হাতে বন্দি হয়ে যাক এটা আমরা চাই না: জামায়াত আমির
‘যারা হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে তারাও পিআর নির্বাচন চায়’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল