গাজায় যুদ্ধবিরতি, বন্দিদের মুক্তি ও শান্তি পুনঃপ্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের উদ্যোগকে বাংলাদেশ সরকার সমর্থন করে। বৃহস্পতিবার (৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং ত্রাণ সহায়তা অব্যাহত রাখার জন্য সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা যে ঐক্যমতে পৌঁছেছে, সেটিও বাংলাদেশ সমর্থন করে।
যুদ্ধ বিরতি ও গাজা থেকে ইসরায়েলি হানাদার বাহিনীর প্রত্যাহার একান্ত জরুরি। বাংলাদেশ বিশ্বাস করে ওই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য দুই দেশ সমাধান একমাত্র পথ।
গাজায় গত বছর ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। তাদের হামলায় এ পর্যন্ত সেখানে ৩৬ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন।