X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

আমাদের এখন আমেরিকার ফরেন পলিসিতে উপদেশ দেওয়ার সময়: আব্দুল মোমেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ জুন ২০২৪, ১৭:২৪আপডেট : ২৮ জুন ২০২৪, ১৮:৩৯

ভবিষ্যতে আমেরিকার ফরেন পলিসি কী হওয়া উচিত, সে বিষয়ে বাংলাদেশের পরামর্শ দেওয়ার সময় এসেছে বলে মনে করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘আমেরিকার ফরেন পলিসি কী ধরনের হওয়া উচিত, সেগুলোতে আমরা উপদেশ দেবো। আমাদের এখন উপদেশ নেওয়ার সময় নয়, দেওয়ার সময়। আমেরিকা যদি তাদের ফরেন পলিসি পরিবর্তন করে এবং দুনিয়ার মানুষের কথা চিন্তা করে; তাহলে তারা বিশ্বের নেতা হবে। আর যদি তাদের নিচু মনমানসিকতা প্রকাশ পেতে থাকে, তাহলে কিন্তু তারা বিশ্বের মধ্যে কুলাঙ্গার হবে।’

শুক্রবার (২৮ জুন) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (ইআরডিএফবি) আয়োজিত ‘আওয়ামী লীগের সফল ও গৌরবময় পথচলার ৭৫ বছর’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. এ কে মোমেন বলেন, ‘আগামী পৃথিবীর ভবিষ্যৎ কী হবে, এটা নিয়ে ভাবার সময় এখন এসেছে। কারণ ইতোমধ্যে গ্যাঞ্জাম লেগে গেছে, পৃথিবীজুড়ে একটা যুদ্ধ-ভাব বিরাজ করছে। তাই বিশ্বের ভবিষ্যৎ কী হবে- সেটা নিয়ে আমাদের এডুকেশন রিসার্চের গবেষণা করা উচিত।’

সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উন্নত দেশগুলোর প্রতি আমাদের দাবি, এই অস্ত্রের ঝনঝনানি বন্ধ করে মানুষের মনমানসিকতাও সংস্কৃতির বিকাশে সেই টাকাগুলো খরচ করেন। ২৩ বিলিয়ন ডলার তাদের শুধু অস্ত্র কেনা বা ডিফেন্সের নামে। আমরা যদি মানুষের মধ্যে সৌহার্দ্যবোধ তৈরি করতে পারি তাহলে এগুলোর প্রয়োজন হবে না। আজকে যারা গবেষণা করে তাদের এসব বিষয় নিয়ে আলোচনা করতে হবে। কীভাবে ডাইভারসিফিকেশনের মাধ্যমে এই অর্থ মানুষের বিকাশের জন্য কাজে লাগে, পৃথিবীতে সুন্দর একটা রূপ দেওয়া যায়।’

পশ্চিমা বিশ্বের ফ্রি থিংকিংয়ের পরিধি সীমিত হয়ে যাচ্ছে উল্লেখ করে মোমেন বলেন, ‘সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটি আমাকে দাওয়াত দেয় জিও পলিটিক্সের বিষয়ে আলোচনা করতে। তারপর তারা আমাকে শর্তও দিয়ে দেয় যে আপনি গাজা এবং ফিলিস্তিন ইস্যুতে কোনও কথা বলবেন না। অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয় যেখানে উন্মুক্তভাবে সবকিছু আলোচনা করা যায়, তারা এখন কতটা ন্যারো মাইন্ডেড হয়ে গেছে এর মাধ্যমে বোঝা যায়।’

বাংলাদেশ ‘ল্যান্ড অব ফ্রিডম স্পিচ অ্যান্ড ফ্রি মিডিয়া’ উল্লেখ করে তিনি বলেন, ‘গত ৭০ বছরে আওয়ামী লীগ দেখিয়েছে তারা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র তৈরি করেছে। শুধু দেশ তৈরি নয়, সেই দেশটাকে শক্ত বিমের ওপর প্রস্তুত করার জন্য যা যা দরকার তা করেছে। এ জন্য ধন্য শেখ হাসিনা, ধন্য তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান প্রমুখ।

/এএজে/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
হেগসেথের নির্দেশে ইউক্রেনের অস্ত্র পাঠানো বন্ধ হয়েছিল, জানতো না হোয়াইট হাউজ
তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা নেই: ট্রাম্প
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে এপ্রিলে ৪৭৭ মামলা নিষ্পত্তি
সাজা পেয়েছেন ১০৫ জন, জরিমানা আদায় প্রায় ৫ লাখ টাকা
এডিপি কমছে ৩৫ হাজার কোটি
এডিপি কমছে ৩৫ হাজার কোটি
মূলধন ঘাটতির রেকর্ড, সংকটে ব্যাংক খাত
মূলধন ঘাটতির রেকর্ড, সংকটে ব্যাংক খাত
পুলিশ কর্মকর্তার বাসার তালা ভেঙে ১৬টি গুলিসহ পিস্তল চুরি
পুলিশ কর্মকর্তার বাসার তালা ভেঙে ১৬টি গুলিসহ পিস্তল চুরি
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ