X
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নতুন উপদেষ্টারা কে কোন দফতর পেলেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৪, ২০:৩৪আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৬:১৪

অন্তর্বর্তীকালীন সরকারে নতুন করে যুক্ত হওয়া চার উপদেষ্টার মধ্যে দফতর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার (১৬ আগস্ট) বিকালে বঙ্গভবনে নতুন এই চার উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

নতুন উপদেষ্টাদের মধ্যে অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আর সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত হয়েছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব ড. মুহাম্মদ ফাওজুল কবির খান পেয়েছেন তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব। তাকে দেওয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব।

আর লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী পেয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুন সরকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব ছিল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের হাতে। তাকে নতুন করে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব।

উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন

এর আগে তিন দফায় শপথ নেন অন্তর্বর্তী সরকারের ১৭ উপদেষ্টা। তাদের মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরে তাদের মধ্যে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম।

আজ আরও চার জনের শপথ নেওয়ার মাধ্যমে এ পর্যন্ত উপদেষ্টার সংখ্যা হলো ২১ জন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর বিলুপ্ত করা হয় দ্বাদশ জাতীয় সংসদ। পরে ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা হন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এদিন তার সঙ্গে উপদেষ্টা হিসেবে শপথ নেন ১৬ জন উপদেষ্টা।

/জিএম/এসআই/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
এশিয়ার ভবিষ্যৎ আমরা একসঙ্গে লিখবো: প্রধান উপদেষ্টা
আমাদের সমুদ্র সোনার খনি: প্রধান উপদেষ্টা 
ফেসবুক পেজে লাইক বাড়াতে ব্যবহার হচ্ছেন ‘ড. ইউনূস’: ডিসমিস ল্যাবের প্রতিবেদন
সর্বশেষ খবর
‘চট্টগ্রামে নারীকে লাথি মারা যুবক ছাত্র শিবিরের কর্মী’
‘চট্টগ্রামে নারীকে লাথি মারা যুবক ছাত্র শিবিরের কর্মী’
১ জুন বাজারে আসছে নতুন নোট
১ জুন বাজারে আসছে নতুন নোট
পদত্যাগের প্রশ্নে ফারুক, ‘এখনও সিদ্ধান্ত নেইনি’
পদত্যাগের প্রশ্নে ফারুক, ‘এখনও সিদ্ধান্ত নেইনি’
জোভান-তটিনীর নাটকে আইটেম গার্ল টয়া!
জোভান-তটিনীর নাটকে আইটেম গার্ল টয়া!
সর্বাধিক পঠিত
আনু মুহাম্মদের স্ট্যাটাসে আসিফ নজরুলের বিস্ময়
আনু মুহাম্মদের স্ট্যাটাসে আসিফ নজরুলের বিস্ময়
ঢাবিতে বামপন্থিদের মশাল মিছিল ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি
ঢাবিতে বামপন্থিদের মশাল মিছিল ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি
সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধ
সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধ
ভুয়া পরিচয়ে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি: বরখাস্ত মামা-ভাগনে
ভুয়া পরিচয়ে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি: বরখাস্ত মামা-ভাগনে
কঠোর কর্মসূচিতে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
কঠোর কর্মসূচিতে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা