X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

প্রবাসীরাও ই-পাসপোর্ট ডেলিভারির এসএমএস পাবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জানুয়ারি ২০২৫, ২০:৫৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ২১:৪৪

আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) থেকে ই-পাসপোর্ট আবেদনকারী প্রবাসী বাংলাদেশিরাও এসএমএস সুবিধা পাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এর আগে এই সেবা শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ ছিল।

পাসপোর্ট জটিলতা নিয়ে আজাদ মজুমদার বলেন, ‘পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক আমাদের আজ একটি সুখবর দিয়েছেন। বাংলাদেশি নাগরিক যারা ই-পাসপোর্টের জন্য আবেদন করেন, পাসপোর্ট ডেলিভারির জন্য তৈরি হলে একটি এসএমএস দেওয়া হয়। দেশের মধ্যে এই এসএমএস সার্ভিস চালু আছে। আগামীকাল থেকে এই সেবা বিদেশে প্রবাসীদের জন্যও চালু হবে।’

তিনি বলেন, ‘ডেলিভারির জন্য পাসপোর্ট তৈরি হলেই আবেদনের সঙ্গে প্রবাসী ভাই-বোনদের দেওয়া নম্বরে এসএমএস চলে যাবে। এর ফলে কিছু হয়রানি কমে যাবে বলে আমরা আশা করি।’

মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রসঙ্গে ডেপুটি প্রেস সচিব বলেন, ‘মেশিন রিডেবল পাসপোর্ট দাফতরিক জটিলতার কারণে প্রায় ১ লাখ ৯৭ হাজার মেশিন রিডেবল পাসপোর্ট প্রবাসী ভাই-বোনদের পেন্ডিং ছিল প্রিন্টিংয়ের জন্য। গত তিন সপ্তাহে ১ লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পৌঁছানো হয়েছে। এগুলো অচিরেই বিতরণ শুরু হবে।’

এ সময় আবুল কালাম আজাদ মজুমদার পাসপোর্ট আবেদনকারীদের হয়রানি কমানোর উদ্যোগের কথা জানান। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন পাসপোর্ট অফিসে আবেদনকারীর পাসপোর্ট প্রাপ্তি সহজ করার উদ্যোগ চলমান আছে। এর মধ্যে একটা আছে পাসপোর্ট অফিস কীভাবে দালালমুক্ত করা যায়। পাসপোর্ট বিভাগ থেকে একটা সিদ্ধান্ত আমাদের জানানো হয়েছে। পাসপোর্ট আবেদন করার জন্য অনেকেই আশপাশের কম্পিউটারের দোকান থেকে আবেদন করেন। এই দোকানগুলো ঘিরে দালাল চক্র থাকে, যার কারণে সেবাপ্রার্থীদের অসুবিধা হয়। এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আউটসোর্সিং করে কিছু প্রোপার এজেন্ট নিয়োগ দেওয়া হবে,  যারা আবেদনকারীদের সহায়তা করবেন। এতে দালাল চক্রের দৌরাত্ম্য অনেক কমে আসবে বলে পাসপোর্ট অফিস মনে করে।’

/এসও/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা 
এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন: প্রেস সচিব
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
সর্বশেষ খবর
পাকিস্তানে স্বল্পপাল্লার আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ
পাকিস্তানে স্বল্পপাল্লার আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ
সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া, নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ
সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া, নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
আবার আবরারের সেঞ্চুরি, বাংলাদেশের হ্যাটট্রিক জয়
আবার আবরারের সেঞ্চুরি, বাংলাদেশের হ্যাটট্রিক জয়
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে