X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

দ্বিপক্ষীয় বৈঠকে আলজেরিয়া ও মিসর যাচ্ছেন পররাষ্ট্র সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট        
২৭ জানুয়ারি ২০২৫, ১৭:৪৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৮:০৪

আগামী সপ্তাহে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন আলজেরিয়া ও মিসর সফর করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। আগামী সপ্তাহে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

রফিকুল আলম বলেন, আগামী ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও আলজেরিয়া এবং ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ও মিসরের মধ্যে দ্বিতীয় দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। এর আগে সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ এবং আলজেরিয়ার মধ্যে ভার্চুয়ালি এবং ২০১৮ সালে ঢাকায় বাংলাদেশ ও মিসরের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

তিনি আরও জানান, মিসর ও আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের রফতানি বাজার প্রসার, রফতানি পণ্যে বৈচিত্র্য আনার ভালো সম্ভাবনা আছে। আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে উজ্জ্বল সম্ভাবনা আছে এবং দুই দেশের মধ্যে জ্বালানি বিষয়ক সমঝোতা স্মারক আলোচনায় আছে। আলজেরিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের এফবিসিসিআই, মিসরের ফেডারেশন অব চেম্বার অ্যান্ড কমার্সের সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্সের সঙ্গে দুটি সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়েছে। ব্যবসায়িক প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে সার্বিক বাণিজ্য উন্নয়নে ভূমিকা রাখবে বলে ধারণা করা যাচ্ছে।    

এছাড়া এক প্রশ্নের জবাবে রফিকুল আলম জানান, বর্তমানে ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশে অবস্থিত নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১০ লাখ ৫ হাজার ৫২০ জন। এর মধ্যে ২ লাখ ৪ হাজার ২৭৪টি পরিবার আছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে ৫২ শতাংশ শিশু, ৪৪ শতাংশ প্রাপ্ত বয়স্ক এবং ৪ শতাংশ বয়স্ক আছেন। আশ্রিতদের মধ্যে ৪৯ শতাংশ পুরুষ এবং ৫১ শতাংশ নারী। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে প্রতিবছর আনুমানিক ৩০ হাজার শিশু জন্মগ্রহণ করে।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিফজলুর রহমানের মন্তব্য ব্যক্তিগত
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
সর্বশেষ খবর
বার্সার বিপক্ষে ফিরতি লেগে অনিশ্চিত মার্তিনেজ
বার্সার বিপক্ষে ফিরতি লেগে অনিশ্চিত মার্তিনেজ
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
মুক্ত গণমাধ্যমের ধারণাটিই ত্রুটিপূর্ণ
মুক্ত গণমাধ্যমের ধারণাটিই ত্রুটিপূর্ণ
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’