আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। সেখানে ডিসিদের উদ্দেশে যেকোনও মূল্যে নির্বাচন ভালোভাবে সম্পন্ন করার বার্তা দেওয়া হবে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ইসি বিশ্বাস করে এবার কোনও খারাপ উদাহরণ সৃষ্টি হবে না। আমরা একটি উত্তম নির্বাচন আয়োজন করতে চাই এবং তা যেকোনও মূল্যে সফলভাবে সম্পন্ন করতে হবে—এটাই ডিসিদের কাছে আমাদের বার্তা।’
নির্বাচন কমিশনার জানান, আগামী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব ডিসিদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন আয়োজন করা। এক্ষেত্রে মাঠ প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এবং আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে সহযোগিতা করে। আমরা নিশ্চিত করতে চাই, মাঠ প্রশাসন যেন নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে প্রতিপালন করে।
তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর যদি কোনও জেলায় নিরপেক্ষ জেলা প্রশাসক পদায়নের প্রয়োজন হয়, তাহলে কমিশন সে বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেবে। মাঠ প্রশাসনের কর্মকাণ্ডের ওপর নির্বাচন কমিশনের কড়া নজর থাকবে, যাতে কোনও অনাকাঙ্ক্ষিত উদাহরণ তৈরি না হয়।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত আগের নির্বাচনগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, সেগুলোও এই মাঠ প্রশাসনের মাধ্যমেই পরিচালিত হয়েছে। ফলে সরকারের পক্ষ থেকে কোনও ধরনের চাপ বা প্রভাব থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবির বিষয়ে জানতে চাইলে আনোয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে মন্তব্য করার সময় এখনও আসেনি। আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। সময়ই আমাদের গাইড করবে এবং তখনই আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবো।