X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ যথাসময়ে শেষ করায় জোর প্রধান উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩২

শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে অভিন্ন স্বার্থ ও অগ্রগতির দিকে মনোনিবেশ করে বাংলাদেশ পরমাণু শক্তিতে সহযোগিতা সম্প্রসারণের প্রত্যাশায় রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ যথাসময়ে শেষ করার ওপর জোর দেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাশিয়ার স্টেট করপোরেশন ফর নিউক্লিয়ার এনার্জি রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচোভ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা জানান।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) উন্নয়নে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে অব্যাহত সহযোগিতার ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়। আলোচনাকালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রসাটমের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে প্রকল্পটি যথাসময়ে সম্পন্ন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোসাটমের মহাপরিচালককে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

মহাপরিচালক লিখাচোভ আরএনপিপি সম্পর্কে আপডেটগুলো জানিয়ে বলেন, ‘নির্মাণ কাজ পরিকল্পনা অনুসারে এগিয়ে চলেছে। ইতোমধ্যে একাধিক মাইলফলক অর্জন করা হয়েছে।’

লিখাচোভ বলেন, ‘বাংলাদেশের মানুষ নেওয়া যেকোনও সিদ্ধান্ত আমাদের জন্য পবিত্র।’

তিনি প্রধান উপদেষ্টাকে জানান, প্রকল্পের ড্রাই রান চলছে এবং শিগগিরই পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। তিনি আশ্বাস দেন, রসাটম নিরাপত্তা, গুণগত মান এবং আন্তর্জাতিক মান মেনে চলার দিকে মনোনিবেশ করে প্রকল্পটির সফল সমাপ্তিতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উভয় পক্ষ ২০২৬ সালের শেষ পর্যন্ত ঋণ ব্যবহারের সময়সীমা বাড়িয়ে আন্তঃসরকার ঋণ চুক্তি (আইজিসিএ) সংশোধনের যৌক্তিকতা নিয়ে আলোচনা করেছেন। এ ক্ষেত্রে উভয় পক্ষ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা মেনে শিগগিরই আইজিসিএ’র ২ নম্বর প্রোটোকলে স্বাক্ষর করতে সম্মত হয়। এছাড়া উভয়পক্ষই প্রকল্পের দীর্ঘমেয়াদি সাফল্য নিশ্চিত করতে কর্মীদের প্রশিক্ষণ, সুরক্ষা প্রোটোকল এবং জ্ঞান স্থানান্তরের মতো ক্ষেত্রে অব্যাহত সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়েছে।

সভায় আরও ছিলেন– প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দীন মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন, ফেডারেল এনভায়রনমেন্টাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড নিউক্লিয়ার সুপারভিশন সার্ভিসের ডেপুটি চেয়ারম্যান অ্যালেক্সি ফেরোপন্তভ, রসাটমের ফার্স্ট ডেপুটি ডিরেক্টর আন্দ্রেই পেট্রভ, এএসই জেএসসির ভাইস প্রেসিডেন্ট ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক অ্যালেক্সি ডেরি উপস্থিত ছিলেন।

মহাপরিচালক লিখাচোভ বর্তমানে একদিনের সফরে বাংলাদেশে এসেছেন। তিনি সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিলেন ২০২৪ সালের এপ্রিলে।

/এসও/আরকে/
সম্পর্কিত
প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ 
একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
কানাডার সঙ্গে বিনিয়োগ সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার
সর্বশেষ খবর
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
মহানির্বাণ
মহানির্বাণ
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
কক্সবাজার পৌর এলাকা থেকে দৈনিক ৩৪ টন প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ছে
কক্সবাজার পৌর এলাকা থেকে দৈনিক ৩৪ টন প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ছে
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা