X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২
তুলসি গ্যাবার্ডের বক্তব্যের প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকার

ইসলামপন্থি খিলাফতের সঙ্গে জড়ানোর প্রচেষ্টার নিন্দা জানালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৫, ০০:৩৮আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০০:৩৮

মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ড ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে ‘ইসলামি সন্ত্রাসবাদকে’ পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় তিনি বাংলাদেশে ইসলামি চরমপন্থা ও সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানের কথা উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগের কথাও জানান। তার এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সোমবার (১৭ মার্চ) দিনগত রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায়।

এতে বলা হয়, আমরা গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, তুলসি গ্যাবার্ড বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর 'নিপীড়ন ও হত্যা' এবং দেশে 'ইসলামি সন্ত্রাসীদের হুমকির' মূলে রয়েছে 'ইসলামি খিলাফতের মাধ্যমে শাসন ও শাসন করার আদর্শ ও উদ্দেশ্য' বলে মন্তব্য করেছেন। এই প্রতিক্রিয়াটি বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি এবং সুনামের জন্য ক্ষতিকারক, এটি এমন একটি দেশ যার ঐতিহ্যবাহী ইসলামের অনুশীলন বিখ্যাতভাবে অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

অন্তর্বর্তীকালীন সরকার জানায়, গ্যাবার্ডের মন্তব্য কোনও প্রমাণ বা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয়। তারা পুরো জাতিকে একটি বিস্তৃত এবং অযৌক্তিকভাবে তুলে ধরেছেন। বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও চরমপন্থার চ্যালেঞ্জ মোকাবিলা করেছে, তবে আইন প্রয়োগকারী সংস্থা, সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যাগুলো মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারত্বে অব্যাহতভাবে কাজ করেছে।

এতে বলা হয়, ভিত্তিহীনভাবে বাংলাদেশকে 'ইসলামপন্থি খিলাফত' ধারণার সঙ্গে যুক্ত করার ফলে অসংখ্য বাংলাদেশি যারা শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশ্বজুড়ে তাদের বন্ধু ও অংশীদারদের কঠোর পরিশ্রমকে ক্ষুণ্ন হয়েছে। বাংলাদেশকে যে কোনও ধরনের 'ইসলামপন্থি খিলাফত'-এর সঙ্গে যুক্ত করার যেকোনও প্রচেষ্টার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ।  

রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনসাধারণ নিয়ে মন্তব্যগুলো বিশেষ করে সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলো সম্পর্কে প্রকৃত জ্ঞানের ওপর ভিত্তি করে করা উচিত এবং ক্ষতিকারক স্টেরিওটাইপ-গুলোকে শক্তিশালী না করা, ভয় না দেখানো এবং এমনকি সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেওয়ার ব্যাপারেও সতর্ক থাকা উচিত। 

চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের অভিন্ন বৈশ্বিক প্রচেষ্টার সমর্থনে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তথ্যের ভিত্তিতে গঠনমূলক সংলাপে অংশ নিতে এবং পুরো জাতির সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিশ্রুতিবদ্ধ।

/এসও/এমএস/
সম্পর্কিত
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতাদের সাক্ষাৎ
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
পারমাণবিক আলোচনার সাফল্য নিয়ে ‘চরম সতর্ক’ ইরান
সর্বশেষ খবর
কনাডায় উৎসবে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় বহু হতাহতের আশঙ্কা
কনাডায় উৎসবে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় বহু হতাহতের আশঙ্কা
ইউনিয়ন শ্রমিক দলের সভাপতিকে পিটিয়ে হত্যা
ইউনিয়ন শ্রমিক দলের সভাপতিকে পিটিয়ে হত্যা
অভিনয়-প্রতিভা খোঁজার ফাইনালে ৮ প্রতিযোগী!   
অভিনয়-প্রতিভা খোঁজার ফাইনালে ৮ প্রতিযোগী!   
অনলাইনে জরুরি সভা ডেকেছে বিসিবি
অনলাইনে জরুরি সভা ডেকেছে বিসিবি
সর্বাধিক পঠিত
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
ভ্যাটিকান সিটিতে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
ভ্যাটিকান সিটিতে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়