X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা আরও বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৬, ১৫:৩৫আপডেট : ০২ মে ২০১৬, ১৮:৩৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেতাবপ্রাপ্তদের চেয়ে সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা আরও বেশি পরিমাণে বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মতে, সাধারণ মুক্তিযোদ্ধাদের অনেকেই কষ্টে আছেন। আর খেতাবপ্রাপ্তরা তুলনামূলক সচ্ছল। তাই ভাতা বেশি করে বাড়ানো দরকার সাধারণ মুক্তিযোদ্ধাদের।
মন্ত্রিসভার বৈঠকে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর বিষয়টি উত্থাপিত হলে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। সোমবার সচিবালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সূত্র জানিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে উত্থাপিত প্রস্তাবে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর বিষয়টি উল্লেখ করা হয়। এতে দেখা যায়, খেতাবপ্রাপ্তদের ভাতা বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। আর সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে গতানুগতিকভাবেই।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের অনেকেই সচ্ছল। তারা খেতাবের ভাতা পান, সাধারণ ভাতা পান, শহীদের ভাতা পান। অনেকে বাড়ি-ঘরও পেয়েছেন। তাদের সমস্যা তেমন নেই।

প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মুক্তিযোদ্ধারা অনেক কষ্টে আছেন। তাদের অনেকের বাড়ি-ঘর নেই। কেউ রিকশা চালিয়ে, কেউ শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করেন। খেতাবপ্রাপ্তদের ভাতা বাড়তে পারে। কিন্তু এত কেন? ভাতা তো বেশি বাড়া দরকার সাধারণ মুক্তিযোদ্ধাদের।

প্রধানমন্ত্রী প্রস্তাবটি সংশোধন করার জন্য ফেরত পাঠানোর পরামর্শ দেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রশংসা করেন এবং মন্ত্রণালয়টি আগের চাইতে সুশৃঙ্খল বলে মন্তব্য করেন।

সূত্রমতে, মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিতভাবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক (তদন্ত) আইন নিয়ে আলোচনা ওঠে। এই আইনের বিরোধিতা করায় ড. কামাল হোসেনের সমালোচনা করা হয়।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময় এ আইনটি ড. কামাল হোসেন করেছিলেন। এখন তিনি (ড. কামাল) এই আইনের বিরোধিতা করছেন কেন?

আইনমন্ত্রী অ্যাভোকেট আনিসুল হক বলেন, এর আগে ড. কামাল হোসেন এ ধরনের আইনের পক্ষে মত দিয়েছিলেন। আমার কাছে এর প্রমাণ আছে।

গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক (তদন্ত) আইন-২০১৬’ অনুমোদন পায়।

আরও পড়ুন:  সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা আরও বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর পাচারকারীদের সহায়তা করছেন বিএসএফ কর্মকর্তারা!

/ওএফ/এসএনএইচ/এপিএইচ/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন