X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বাসভাড়া তিন পয়সা কমাতে চায় বিআরটিএ, মালিকদের প্রস্তাব দুই পয়সা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৬, ১৭:৫৮আপডেট : ০২ মে ২০১৬, ১৮:০৭

দুরপাল্লার-বাস জ্বালানির দাম কমার পর ডিজেলচালিত গণপরিবহনে বাসভাড়া প্রতি কিলোমিটারে তিন পয়সা কমানোর প্রস্তাব করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি- বিআরটিএ। তবে পরিবহন মালিকরা দুই পয়সা কমানোর প্রস্তাব দিয়েছে।
সোমবার বিআরটিএর সদর দফতরে ভাড়া বিশ্লেষণ কমিটির বৈঠক শেষে কিলোমিটারে তিন পয়সা ভাড়া কমানোর বিষয়ে জানান কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
প্রসঙ্গত, সরকার এই ভাড়া কার্যকর করলেও তা ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের জন্য প্রযোজ্য হবে না। কারণ এই দুই মহানগরীর বাসগুলো সিএনজিতে চলে বলে এগুলোর জন্য আলাদা করে ভাড়া নির্ধারণ করে দেওয়া আছে।
সোমবারের প্রস্তাবিত ভাড়া কার্যকর হলে এটা দূরপাল্লার রুটের বাসগুলোর জন্য প্রযোজ্য হবে। দূরপাল্লার রুটের বাসগুলো ডিজেলচালিত বলে গণ্য করা হয়।
বর্তমানে ডিজেলচালিত বাসে ভাড়া কার্যকর আছে ১ টাকা ৪৫ পয়সা। সিএনজি চালিত বাসের জন্য ভাড়া নির্ধারিত আছে বড় বাসে ১ টাকা ৭০ পয়সা এবং মিনিবাসে ১ টাকা ৬০ পয়সা।
এদিকে বিআরটিএ বাসভাড়া তিন পয়সা কমানোর প্রস্তাব করলেও পরিবহন মালিক সমিতির নেতারা দুই পয়সা কমানোর দাবি করেছেন।
আরও পড়ুন: পাচারকারীদের সহায়তা করছেন বিএসএফ কর্মকর্তারা!

এ ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতউল্লাহ সোমবার বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা প্রস্তাব করেছি প্রতি কিলোমিটারে দুই পয়সা কমানোর। কারণ দুই পয়সা কমালে মালিকদের আয়-ব্যয় প্রায় সমান থাকবে। আর তিন পয়সা কমালে মালিকদের লোকসান হবে। কেননা ভাড়ার বিষয়টি কেবল জ্বালানির ওপর নির্ভর করে না। এর সঙ্গে আরও অন্তত বিশটি বিষয় জড়িত আছে। আমরা এখন মন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

বিশ্ববাজারে জ্বালানির দাম কমার দু’বছর পর সরকার বাংলাদেশে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে তিন টাকা এবং অকটেন ও পেট্রোলের দাম লিটারপ্রতি দশ টাকা কমানোর ঘোষণা দেয়। ২৫ এপ্রিল রাত ১২টা ১ মিনিট থেকে ওই ঘোষণা কার্যকর হয়। এর আগে ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা কমিয়ে ৪২ টাকা নির্ধারণ করা হয় ৩১ মার্চ।

ওএফ/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
২২ বছর পর প্রিমিয়ার লিগে ইপসউইচ
২২ বছর পর প্রিমিয়ার লিগে ইপসউইচ
৩২ ঘণ্টা পর লাইন ক্লিয়ার, ট্রেন চালুর অপেক্ষা
৩২ ঘণ্টা পর লাইন ক্লিয়ার, ট্রেন চালুর অপেক্ষা
কায়রোতে গাজায় যুদ্ধবিরতির আলোচনা জোরদার
কায়রোতে গাজায় যুদ্ধবিরতির আলোচনা জোরদার
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ