X
বুধবার, ১৪ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

রিজার্ভ চুরি তদন্তে ইন্টারপোলের ছয় সদস্য ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৬, ১৯:২৭আপডেট : ০৪ মে ২০১৬, ২০:০৫

ইন্টারপোল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্তে ইন্টারপোলের ছয় সদস্য এখন ঢাকায় অবস্থান করছেন। বুধবার দিনব্যাপী তারা পুলিশের অপরাধ বিভাগের (সিআইডি) সঙ্গে আলোচনা করেছেন বিষয়টি নিয়ে।
মঙ্গলবার রাতে ইন্টারপোলের ওই ছয় সদস্য ঢাকায় আসেন। বুধবার সকালে তারা মালিবাগ সিআইডি কার্যালয়ে যান। সেখানে সিআইডির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকি বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ব্রেড মারডেন নামে এক কর্মকর্তার নেতৃত্বে ইন্টারপোলের দলটি মঙ্গলবার রাতে ঢাকায় আসে। বিশ্বব্যাপী কাজ করছেন তারা। যেহেতু বাংলাদেশে রিজার্ভ চুরির মতো একটি ঘটনা ঘটেছে সেজন্য তারা ঢাকায় এসেছেন,বিষয়টি নিয়ে কাজ করছেন। বাংলাদেশ ছাড়াও ফিলিপাইন,সিঙ্গাপুর ও শ্রীলঙ্কায় কাজ করছে দলটি।’
আরও পড়ুন: ব্যক্তিগত গাড়িতে সাংবাদিক-পুলিশ লেখা স্টিকার নিষিদ্ধ
বাংলাদেশ ব্যাংকের কোনও আলামত ইন্টারপোল পরীক্ষা করবে কিনা এমন প্রশ্নের জবাবে সিআইডির ওই কর্মকর্তা বলেন, ‘তারা যদি মনে করেন কোনও ঘটনার তদন্ত নির্দিষ্ট কোনও রাষ্ট্র করলে ভালো হবে, আলামতের পরীক্ষা যদি অন্য কোনও রাষ্ট্রকে দিয়ে করাতে চান, তাহলে তারা তা করাবেন।’
তিনি বলেন, ‘ইন্টারপোল সদস্যরা ব্যাংকের রিজার্ভ চুরির বিষয় ছাড়াও দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক চুক্তির বিষয়ে কথা বলতে পারেন। তারা আগামী ৬ মে পর‌্যন্ত বাংলাদেশে থাকবেন বলে আমি জানতে পেরেছি। আবার কাজ শেষ হলে আগেও চলে যেতে পারেন।’
প্রসঙ্গত,গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৬ শ’ ৪৮ কোটি টাকা (৮১ মিলিয়ন ডলার) ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ওই দেশের রিজাল কমার্স ব্যাংকের ৫ জন গ্রাহকের হিসাবে স্থানান্তর হয়। যুক্তরাষ্ট্রের ব্যাংক অব নিউ ইয়র্ক, সিটিব্যাংক ও ওয়েলস্ ফারগো– এই তিনটি ব্যাংকের মাধ্যমে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের ব্যাংকে পাঠানো হয়েছিল। এই অর্থ গত বছরের মে মাসে খোলা ৫টি হিসাবে জমা করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সার্ভার হ্যাক করে ৬ হাজার ৯শ’ ৯০ কোটি টাকা (৮৭০ মিলিয়ন ডলার) ফিলিপাইনের রিজাল কমার্স ব্যাংকে পাঠানো হয়েছিল। কিন্তু অর্থ স্থানান্তরের বিষয়টি অস্বাভাবিক মনে করে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক অর্থ ছাড় না করার নির্দেশ দেয়ায় বাংলাদেশ ব্যাংক বড় বিপদ থেকে রক্ষা পায়। পরে মতিঝিল থানায় মামলা করে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। বর্তমানে সিআইডি মামলাটি তদন্ত করছে।

আরও পড়তে পারেন: আহসানউল্লাহ’র শিক্ষক ফেরদৌসের বিরুদ্ধে যত অভিযোগ

 

/এআরআর/ এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাকিস্তান সফরের জন্য সরকারের ছাড়পত্রের অপেক্ষায় বিসিবি
পাকিস্তান সফরের জন্য সরকারের ছাড়পত্রের অপেক্ষায় বিসিবি
‘মেসেজ দিতে রিকশা ভাঙা হয়েছিল, আয়ের বিকল্প ব্যবস্থা করা হবে’
‘মেসেজ দিতে রিকশা ভাঙা হয়েছিল, আয়ের বিকল্প ব্যবস্থা করা হবে’
অনিয়ম-দুর্নীতির অভিযোগে বিতর্কিতভাবে শেষ হলো জাতীয় কারাতে প্রতিযোগিতা
অনিয়ম-দুর্নীতির অভিযোগে বিতর্কিতভাবে শেষ হলো জাতীয় কারাতে প্রতিযোগিতা
২৭ সাংবাদিকসহ ৮০ জনের বিরুদ্ধে মামলার আবেদন জাতীয়তাবাদী আইনজীবীর
২৭ সাংবাদিকসহ ৮০ জনের বিরুদ্ধে মামলার আবেদন জাতীয়তাবাদী আইনজীবীর
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন