X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২
বাংলাদেশ-ভারত বন্দি বিনিময় চুক্তির সংশোধন

ওয়ারেন্ট জারি হলেই আসামি হস্তান্তর করা যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৬, ১৩:৩৫আপডেট : ১৮ জুলাই ২০১৬, ২১:৪৮


মন্ত্রিসভার বেঠক (ফাইল ফটো)

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তির সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। এর ফলে এখন থেকে আদালত ওয়ারেন্ট জারি করলেই বন্দি বিনিময় করা যাবে। আগের মতো আর জটিলতাও থাকছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সংক্রান্ত একটি সংশোধনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, এ চুক্তি সংশোধনের ফলে এখন থেকে বাংলাদেশ ও ভারতের আদালত যে কোনও আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করলেই সংশ্লিষ্ট আসামি বিনিময়যোগ্য হবে।

তিনি বলেন, এর আগে শুধু ওয়ারেন্ট থাকলেই বন্দি বিনিময় করা যেত না। সেক্ষেত্রে  প্রমাণ ও আদালতের নির্দেশ থাকা বাধ্যতামূলক ছিল। মূলত এটা ছিল জটিল প্রক্রিয়া। এবার সংশোধনীর মাধ্যমে এটাকে সহজ করা হয়েছে। চুক্তির একটি জটিল ধারা ভারত সরকার সহজ করার অনুরোধ করেছিল বলে জানান তিনি।

সচিব বলেন, ভারতে বসবাসকারী কোনও বাংলাদেশির বিরুদ্ধে যদি বাংলাদেশের আদালত ওয়ারেন্ট জারি করে তাহলে ভারত সরকার তাকে (আসামি) বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। একইভাবে ভারত সরকারও ওয়ারেন্টভুক্ত কাউকে চাইলে আমরা তাকে হস্তান্তর করবো। তিনি বলেন, চুক্তিটি সংশোধনের প্রস্তাবে মন্ত্রিসভা অনুমোদন দেওয়ায় সহজেই ওয়ারেন্টভুক্ত বন্দি বিনিময়ের সুযোগ সৃষ্টি হল।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি চুক্তিটি হল- ‘ট্রিটি বিটুইন দ্য রিপাবলিক অব বাংলাদেশ অ্যান্ড রিপাবলিক অব ইন্ডিয়া রিলেটিং টু এক্সট্রাডিশন’। চুক্তির ১০-এর ৩ ধারাটি সংশোধন করে ওয়ারেন্টভুক্ত আসামি বিনিময়যোগ্য করা হল।

ফৌজদারি মামলায় বিচারাধীন অথবা দণ্ডপ্রাপ্ত আসামি বিনিময়ে ২০১৩ সালের ২৮ জানুয়ারি ভারতের সঙ্গে এই চুক্তি করে বাংলাদেশ। একই বছর ৭ অক্টোবর মন্ত্রিসভা এই চুক্তিতে অনুসমর্থন দেয় এবং ২৩ অক্টোবর থেকে চুক্তি কার্যকর হয়।

সোমবারের (১৮ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে আলোচ্য বিষয় ছিল সাতটি। এগুলোর মধ্যে বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট আইন ২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সিনিয়র স্টাফ নার্স পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোটায় কোনও পদ যোগ্য প্রার্থীর অভাবে পূরণ সম্ভব না হলে সেসব পদ জাতীয় মেধা তালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থীদের দিয়ে পূরণ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সার্কুলারের বিধান শিথিল করার প্রস্তাবও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।

মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে গত ১৫-১৬ জুলাই অনুষ্ঠিত একাদশতম এশিয়া-ইউরোপ মিটিং (আসেম) শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণ সম্পর্কেও মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন- 

জঙ্গিবাদের বিরুদ্ধে আবারও সবাইকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী
জামালপুরের ৩ রাজাকারের ফাঁসি, ৫ জনের আমৃত্যু কারাদণ্ড

/ওএফ/এআর/এসটি/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলো ছাড় দেবে, আশা আলী রীয়াজের
গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলো ছাড় দেবে, আশা আলী রীয়াজের
টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলো বাংলাদেশের মেয়েরা
টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলো বাংলাদেশের মেয়েরা
ঢাকায় আসছে কানাডার ব্যবসায়িক প্রতিনিধিদল
ঢাকায় আসছে কানাডার ব্যবসায়িক প্রতিনিধিদল
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’