X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

'ভদ্র' আকিফুজ্জামান খান জঙ্গি, হতবাক প্রতিবেশীরা

চৌধুরী আকবর হোসেন
২৮ জুলাই ২০১৬, ১১:৪৭আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১২:৩৩





আকিফুজ্জামান খান কল্যাণপুরে ‘অপারেশন স্টর্ম ২৬’ অভিযানে নিহত নয় জঙ্গির মধ্যে জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে সাত জঙ্গির পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, নিহত সাতজন হলেন- জোবায়ের হোসেন, সাজাদ রউফ অর্ক ওরফে মরক্কো, আব্দুল্লাহ, আবু হাকিম নাঈম, তাজউল হক রাশিক, আকিফুজ্জামান খান ও মতিয়ার রহমান।

এদের মধ্যে আকিফুজ্জামান খানের বাসা রাজধানীর গুলশানে। পুলিশের দেওয়া ঠিকানা অনুসারে রাজধানীর গুলশানের ১০ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়িটি সাইফুজ্জামান খানের বলেও প্রতিবেশীরা জানিয়েছেন।

সাইফুজ্জামান খানের ছেলে আকিফুজ্জামান খান। বৃহস্পতিবার রাতে সেই বাড়টিতে গেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি কেউই। তবে প্রতিবেশীরা বলেছেন, খুবই শান্ত ও ভদ্র প্রকৃতির ছেলে ছিলেন আকিফুজ্জামান। তাকে জঙ্গি হিসেবে দেখে তারা হতবাক।

বুধবার রাতে ওই বাসায় গিয়ে দেখা যায়, দুইতলা বাড়িটির মূল সড়কের পাশে পূর্বদিকে এবং উত্তর পাশের গলির সড়কের দিকে মোট দুটি গেট রয়েছে। তবে উত্তর পাশের গেটটি তালা দেওয়া এবং গেটের সামনে ময়লার স্তূপ। পূর্ব পাশের মূল গেট দিয়ে বাড়ির ভেতরে ধুলোপড়া একটি পুরনো গাড়ি দেখা গেছে।  গুলশানে আকিফুজ্জামানের বাড়ি বাড়িটির দক্ষিণ পাশে দুইতলা আরেকটি ভবনে রয়েছে মদের বার ‘এসটিএল ডিপ্ল্যোম্যাট ওয়ার হাউজ’। এই বাড়িটি সাইফুজ্জামান খানের ভাইয়ের। তিনি সেখানে থাকেন না, বারের কাছে ভাড়া দিয়েছেন।

আকিফুজ্জামানের পাশের বাড়িতে মদের বার আকিফুজ্জামানের পাশের বাড়ি মদের বার চাচা মালিক বুধবার রাতে বাড়িটির কলবেল চাপলে বোরকা পরা একজন নারী বের হয়ে আসেন। সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চাইলে তিনি বলেন, বাসায় অসুস্থ রোগী আছেন। কেন আপনারা এত বিরক্ত করছেন!

পুলিশের দেওয়া ছবি দেখে আকিফুজ্জামান খানকে চিনতে পারেন পাশের বাড়ির একজন নিরাপত্তা রক্ষী। ২৫ নম্বর বাড়িটির পাশের বাড়িতে চারবছর ধরে নিরাপত্তা রক্ষীর দায়িত্বরত একজন জানান, বাড়িটির দ্বিতীয়তলায় কেউ থাকেন না। বুধবার রাতে গিয়েও দেখা যায়, প্রথমতলায় আলো জ্বালানো থাকলেও অন্ধকার দ্বিতীয়তলা। অনেক দিন বাড়িটি রঙ করা হয় না বলেও জানা গেছে। এই বাড়িটি ভূতুড়ে বাড়ি বলেও ডাকেন কেউ কেউ। বুধবার সকাল বেলায় র‌্যাবের একটি দল বাড়িটি অনেকক্ষণ ঘিরে রাখে। তবে দূর থেকে কেউ বুঝতে পারেননি।

এই নিরাপত্তা কর্মী জানান, আকিফুজ্জামান খানের বাবা বেঁচে নেই। প্রায় আট /দশ মাস আগে এলাকায় তাকে দেখেছি। বাড়ির উত্তর পাশের রাস্তা দিয়ে মসজিদে যেতেন তিনি। আমাদের বাড়ির মালিকের ছেলে দেশের বাইরে পড়াশোনা করেন। প্রায় ১০ মাস আগে তিনি যখন দেশে আসেন তখন আকিফুজ্জামান তার সাথে দেখা করতে এসেছিলেন।

আশেপাশের অন্যান্য বাড়ির নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন, আকিফুজ্জামান নিয়মিত মসজিদে যেতে দেখেছেন। কখনও পাঞ্জাবি, কখনও শার্টপ্যান্ট পরে যেতেন। খুবই শান্ত প্রকৃতির ছিলেন তিনি। সালাম দিলে উত্তর দিতেন। কেমন আছি জানতে চাইতেন।

/সিএ/এবি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা