X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

অপারেশন স্টর্ম-২৬ আ. লীগের বড় অর্জন!

পাভেল হায়দার চৌধুরী
২৯ জুলাই ২০১৬, ০৭:১৪আপডেট : ২৯ জুলাই ২০১৬, ২০:৫৬

কল্যাণপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সফল অভিযান এবং ৯ জঙ্গি নিহত হওয়ার ঘটনাকে মুহূর্তে সরকারের জন্যে বড় অর্জন হিসেবে দেখছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতারা। তারা বলছেন, কল্যাণপুরের ‘অপারেশন স্টর্ম টুয়েন্টি সিক্স’ জঙ্গি-সন্ত্রাসবাদ ইস্যুতে সরকারের অনমনীয় অবস্থানকে দেশে-বিদেশে আরও পাকাপোক্ত করেছে। প্রমাণ করেছে সরকারের দৃঢ়তার কথাও। তারা এও বলছেন, কল্যাণপুরের অভিযানে সরকার ও দলের শীর্ষ পর্যায়ের ভেতরে স্বস্তি ফিরিয়ে এনেছে।   

অপারেশন স্টর্ম ২৬

আওয়ামী লীগের নীতি-নির্ধারকরা বলেন, জঙ্গি-সন্ত্রাসবাদ ইস্যুতে সরকারের প্রতি জনগণের যদিও আস্থাহীনতা তৈরি করে,  তবু ৯ জঙ্গির নিহত হওয়ার মধ্য দিয়ে তা কাটিয়ে তুলতে সক্ষম হয়েছে সরকার। কল্যাণপুরের এ অভিযান জঙ্গি-সন্ত্রাসবাদ দমনে সরকারের কার্যক্রম দৃশ্যমাণ হতেও শুরু করেছে। তারা মনে করেন, কল্যাণপুরের সফল অভিযান শুধু দেশেই নয়, বিদেশেও সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। পাশাপাশি জনগণ বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও কল্যাণপুরের অভিযানকে সফল আখ্যা দিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।   

আওয়ামী লীগের নীতি-নির্ধারকরা ফুরফুরে মেজাজে আরও বলেন, এ ঘটনর মধ্য দিয়ে জঙ্গি-সন্ত্রাসবাদ দমনে সরকারের আত্মবিশ্বাসের ভিত্তি শক্তিশালী করেছে। জানা গেছে, জঙ্গি-সন্ত্রাসবাদ ইস্যুতে নেওয়া সামাজিক-পারিবারিক সচেতনতাবোধ আনতেও সামর্থ্য হয়েছে সরকার।  এর ফলে দ্রুত এর অবসান হবে বলে মনে করতে শুরু করেছেন ক্ষমতাসীনরা। 

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কল্যাণপুরের সফল অপরারেশন সরকারের ভাবমূর্তি অনেক উজ্জ্বল করেছে। পাশাপাশি দেশ ও জনগণকে ভয়াবহ বিপদ থেকে রক্ষা করেছে। তিনি বলেন, কল্যাণপুরের সফল অভিযান আবারও প্রমাণ করেছে জঙ্গি-সন্ত্রাসবাদ দমনে সরকারের ‘জিরো ট্রলারেন্স’ নীতি। যেকোনও মূল্যে আমরা জঙ্গি-সন্ত্রাসীদের নির্মূল করব। 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, জঙ্গি-সন্ত্রাসবাদ ইস্যু মোকাবিলা করতে সরকার যে বসে নেই, সন্ত্রাসবাদ দমনে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে, কল্যাণপুরের ঘটনা তারই প্রমাণ বহন করে। তিনি বলেন, জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের আহ্বানে জনগণের ভেতর থেকে যে ঐকমত্যের সৃষ্টি হয়েছে, তা সরকারকে শক্তি  যুগিয়েছে।  তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণের যে অভূতপূর্ব সাড়া আমরা দেখতে পেয়েছি, তাতে এ পরিস্থিতির শিগগিরই অবসান ঘটবে আমরা মনে করি।

সভাপতিমণ্ডলীর  সদস্য নূহ-উল আলম লেনিন বলেন, কল্যাণপুরের সফল অভিযান জঙ্গি-সন্ত্রাসবাদ দমনে সরকারের দৃঢ় মনোভাব আরও স্পষ্ট করে তুলেছে। এর মধ্য দিয়ে সরকার যে বসে নেই তা প্রমাণিত হয়েছে। তিনি বলেন, চলমান পরিস্থিতিতে কারও ভেতরে যদি সরকারের প্রতি আস্থাহীনতার সৃষ্টি করে ‘স্টর্ম টুয়েন্টি সিক্স’ সে আস্থাহীনতা কাটিয়ে তুলতে সক্ষম হয়েছে।

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কাজি জাফরউল্যাহ বলেন, কল্যাণপুরে অভিযান সফল অভিযান। সরকারের জন্যে বিরাট অর্জন। আমাদের কাছে তথ্য আছে সেখানে জঙ্গি-সন্ত্রাসীরা জড়ো হয়েছে বড় কোনও হামলার উদ্দেশ্যেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসীদের ওপর অভিযান পরিচালনা করে দেশ ও জনগণকে বড় বিপদের হাত থেকে রক্ষা করেছে। এটি সরকারের বড় সফলতা। তিনি বলেন, এর মধ্য দিয়ে সরকারের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে।  

/এমএনএইচ/আপ- এপিএইচ

আরও পড়ুন:

জঙ্গিদের এই ছবি কি ইঙ্গিত দিচ্ছে?

মোনায়েম খানের নাতি

 

 

সম্পর্কিত
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ
আ.লীগ নেতা প্রদীপ রায় গ্রেফতার
আ.লীগ ও সহযোগী সংগঠনের ৩ সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন সাবেক আইজিপি মামুন
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন সাবেক আইজিপি মামুন
‘আলোচনায় অগ্রসর হওয়া বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি করতে চায় ঐকমত্য কমিশন’
‘আলোচনায় অগ্রসর হওয়া বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি করতে চায় ঐকমত্য কমিশন’
জুলাই আন্দোলন করেও ছাত্র হত্যা মামলায় কারাগারে যুবক, দাবি পরিবারের
জুলাই আন্দোলন করেও ছাত্র হত্যা মামলায় কারাগারে যুবক, দাবি পরিবারের
সর্বাধিক পঠিত
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
প্রশ্ন উঠছে এটা বন্যা নাকি খেসারত
প্রশ্ন উঠছে এটা বন্যা নাকি খেসারত