X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

হাসনাত করিম কোথায়?

জামাল উদ্দিন
৩০ জুলাই ২০১৬, ১১:২০আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৫:৫৩







হাসনাত রেজা করিম নর্থসাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত রেজা করিম কোথায় আছেন জানেন না পুলিশ কর্মকর্তারা। স্বজনরা বলছেন, তিনি বাসায় ফেরেননি। গত কিছুদিন থেকেই তাকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও যৌথবাহিনীর ‘অপারেশন থান্ডার বোল্ট’ অভিযানের পর হাসনাত করিমসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারের পর হাসনাত করিমসহ কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কয়েকদিন পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

হলি আর্টিজান বেকারিতে যৌথবাহিনীর অভিযানের পর প্রায় অর্ধশত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। রেস্টুরেন্টের ভেতর থেকে নারী, শিশু ও তিন বিদেশিসহ ১৩ জন এবং আশপাশের এলাকা থেকে আরও ১৪ জনকে উদ্ধার করে যৌথবাহিনী। পরে তাদের গোয়েন্দা হেফাজতে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে অন্যদের ছেড়ে দেওয়া হলেও হাসনাত রেজা করিম ও তাহমিদ হাসিব খানকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখা হয়।

এদিকে, গত ৮ জুলাই এ দু’জনকেও ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান। কিন্তু হাসনাতের পরিবার থেকে জানানো হয়, তিনি বাসায় ফেরেননি।

সর্বশেষ, শুক্রবার (২৯ জুলাই) এ বিষয়ে উপ-কমিশনার মাসুদুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, অনেক আগেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এখন তিনি কোথায় আছেন তা জানে না পুলিশ।

হাসনাত রেজা করিমের ফেসবুক হাসনাত করিম বাসায় ফিরেছেন কিনা জানতে চাইলে তার বাবা রেজাউল করিম বলেন, না, হাসনাত করিম বাসায় ফেরেনি। তারা জানেন, হাসনাত করিম গোয়েন্দা হেফাজতেই আছে।

তবে এ ব্যাপারে বিস্তারিত আর কোনও মন্তব্য করতেও রাজি হননি রেজাউল করিম।

অপরদিকে, গত মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রকৌশলী হাসনাত রেজা করিমকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুক্রবার দু’একটি সংবাদমাধ্যমে হাসনাত করিমকে ছেড়ে দেওয়া হয়েছে মর্মে পুলিশের বরাত দিয়ে বলা হলেও বিষয়টি অস্বীকার করেছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। তারা বলেন, হাসনাতকে অনেক আগেই ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে বারবার বলার কিছু নেই।
গত ৩ জুলাই দিনগত রাতে হাসনাত করিমের বাসায় তল্লাশি চালিয়ে তার ল্যাপটপ জব্দ করা হয়। এর একদিন পরেই ব্যবসায়ী শাহরিয়ার খানের ছেলে তাহমিদের বাসায় অভিযান চালিয়ে তার পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র জব্দ করেন গোয়েন্দারা।

হাসনাত রেজা করিম হলি আর্টিজান বেকারি থেকে সপরিবারে বের হচ্ছেন গত ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালায়। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের ছোড়া বোমা ও গুলিতে নিহত হন বনানী থানার ওসি সালাহ উদ্দিন খান ও গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার রবিউল করিম।

এছাড়া, ১৭ বিদেশিসহ ২০ জনকে নির্মমভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে জঙ্গিরা। পরদিন যৌথবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গিসহ ছয়জন; যাদের একজন হলি আর্টিজানের শেফ সাইফুল ইসলাম চৌকিদার। তিনি জঙ্গিদের সহযোগী বলে দাবি আইন-শৃঙ্খলা বাহিনীর। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একই রেস্টুরেন্টের আরেক কর্মচারী জাকির হোসেন শাওন।

/এমএনএইচ/আপ-এবি/

আরও পড়ুন- 

সন্ত্রাসবিরোধী যুদ্ধে ’৭১ এর মতোই বাংলাদেশের পাশে থাকবে ভারত: নরেন্দ্র মোদি
‘মাস্টারমাইন্ড’ তামিম চৌধুরীর যাতায়াত ছিল কল্যাণপুরের জঙ্গি আস্তানায়!

অপারেশন স্টর্ম-২৬ আ. লীগের বড় অর্জন!

কল্যাণপুরের সেই আস্তানায় ছিল আরও ৮ জঙ্গি!

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা