X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

পদে পদে বাধাগ্রস্ত রাজউকের উত্তরা ৩য় পর্বের উন্নয়ন

ওমর ফারুক
২২ আগস্ট ২০১৬, ১১:৫৮আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১২:০০

রাজউকের প্রকল্প (ফাইল ছবি)

পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে রাজউকের উত্তরা তৃতীয় পর্বের বাস্তবায়ন কাজ। এতদিন ছিল কাজে ঢিলেমির অভিযোগ। এবার যোগ হয়েছে প্রকল্প এলাকায় মাটি ভরাট নিয়ে ঘাপলার অভিযোগ। দু’বছর আগে এ ঘাপলা ধরা পড়লেও নিরসনে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে চলতি বছর প্রকল্পের কাজ শেষ করার ঘোষণাও বাস্তবায়ন হচ্ছে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজউকের দায়িত্বশীল কর্মকর্তারা।

১৯৯৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে উত্তরা মডেল টাউনের ১৪ নম্বর সেক্টর সংলগ্ন ‘উত্তরা তৃতীয় পর্ব প্রকল্প’ গ্রহণ করা হয়। আবাসন চাহিদার মোকাবিলায় প্রকল্পের জন্য দু’দফায় দুই হাজার আট একর জমি অধিগ্রহণ করা হয়। তখন প্রকল্প ব্যয় ধরা হয় দুই হাজার ৪৪ কোটি টাকা এবং প্রকল্প বাস্তবায়নের মেয়াদ নির্ধারণ করা হয় ২০০২ সাল পর্যন্ত। কিন্তু সময় মতো কিছুই হয়নি। ২০০৬ সালে প্রকল্প সংশোধন করা হলে ব্যয় দাঁড়ায় দুই হাজার ৩৪০ কোটি টাকা। এবার প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয় ২০০৯ সালের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এ সময়েও কাজ শেষ হয়নি। এর ফলে প্রকল্পের মেয়াদ ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। শেষ পর্যন্ত এই সময়সীমাও ব্যর্থ হলে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরা তৃতীয় পর্ব প্রকল্পকে চারটি সেক্টরে (১৫-১৮) ভাগ করা হয়েছে। এগুলোর মধ্যে ১৮ নম্বর সেক্টরে রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্প বাস্তবায়ন করছে। বাকিগুলো আবাসিক সেক্টর। এই তিন সেক্টরে প্লট হবে আট হাজার ২৯৫টি।

একাধিক সূত্রে জানা গেছে, তৃতীয় পর্বের মাটি ভরাটের কাজ প্রায় শেষের পথে। তবে দু’টি প্যাকেজে (প্যাকেজ নম্বর- ৫২ ও ৫৩) জটিলতা সৃষ্টি হওয়ায় মাটি ভরাট দু’বছর ধরে আটকে আছে। ৫২ ও ৫৩ নম্বর প্যাকেজ দু’টি পড়েছে তৃতীয় পর্বের ১৮ নম্বর সেক্টরে।

জানা গেছে, আলোচিত দু’টি প্যাকেজ এলাকায় প্রথম ঠিকাদার মাটি ভরাট করে বিল ও সিকিউরিটি মানি তুলে নিয়ে চলে গেছেন। এরপর মাটি ভরাটের পরবর্তী স্তরের কাজ দেওয়া হয় আরসিসি-আরই (জেভি) নামের এক প্রতিষ্ঠানকে। রাজউকের কার্যাদেশে বলা হয়, ঠিকাদারকে ২ লাখ ৭৬ হাজার ৫৫৬ ঘন মিটার মাটি ভরাট করতে হবে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা অভিযোগ করেন, কার্যাদেশ পাওয়ার পর আরসিসি-আরই (জেভি) তাদের কাজের এলাকা সার্ভে করলে ঘাপলা ধরা পড়ে। অর্থাৎ রাজউকের কার্যাদেশে উল্লেখিত তথ্যের সঙ্গে বাস্তবের মিল নেই। ঠিকাদারের এক জরিপে দেখা যায়, রাজউক যে সাইট বুঝিয়ে দিয়েছে সেটা ভরাট করতে মাটির প্রয়োজন ৫ লাখ ৩ হাজার ৭৪২ ঘনমিটার। অথচ তাদেরকে কার্যাদেশ দেওয়া হয়েছে ২ লাখ ৭৬ হাজার ৫৫৬ ঘনমিটার মাটি ভরাটের।

জরিপের হিসাব থেকে দেখা গেছে, রাজউকের দেওয়া কার্যাদেশের সঙ্গে যৌথ জরিপের ব্যবধান দাঁড়ায় ২ লাখ ২৭ হাজার ১৮৫ ঘনমিটার। কার্যাদেশে প্রতি ঘনমিটার মাটির দাম ধরা হয়েছে ২৩০ টাকা। এই হিসাবে ২ লাখ ২৭ হাজার ১৮৫ ঘনমিটার মাটির দাম আসে ৫ কোটি ২২ লাখ ৫২ হাজার ৭২৭ টাকা। অর্থাৎ কাঙ্ক্ষিত পরিমাণ মাটি ভরাট করতে হলে এই টাকা অতিরিক্ত প্রয়োজন হবে।

জানা গেছে, এই জরিপের পর দু’বছর পার হয়ে গেছে। রাজউক কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। কতিপয় দুর্নীতিবাজকে বাঁচাতে এ কাজটি নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

রাজউক চেয়ারম্যান এম. বজলুল করিম চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি নতুন এসেছি। এ ধরনের কোনও বিষয় আমার কাছে আসেনি। এলে দেখব।’

উত্তরা তৃতীয় পর্বের প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা বলেন, ঠিকাদার কাজ পাওয়ার পর বলছেন যে, আমরা যে পরিমাণ মাটি ভরাট করতে বলেছি, বাস্তবে তার চাইতেও নাকি বেশি মাটি লাগবে। এ কারণে আমরা এ ব্যাপারে জরিপ করে দেখব। জরিপে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: তারেককে দেশে ফেরত পাঠাতে যুক্তরাজ্য আ.লীগের স্মারকলিপি

/এনএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ