X
রবিবার, ১২ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

‘রাজাকারের ভাবাদর্শ নির্মূল জরুরি’

উদিসা ইসলাম
০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২১

ছয় রাজাকার মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর নিয়ে রাজাকার আল-বদরের  সন্তানেরা যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তাকে ধৃষ্টতা বলে উল্লেখ করেছেন আইনজীবী, ‍মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষকসহ বিশিষ্টজনেরা। তারা বলছেন, প্রতিনিয়ত রাজাকার-আলবদরের সন্তানেরা সমাজে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে নানা বিষয় তুলে ধরার ঔদ্ধত্য দেখায়। কেবল রাজাকার-আলবদরের মানবতাবিরোধী অপরাধের বিচার করলেই চলবে না, রাজাকারের ভাবাদর্শও নির্মূল করতে হবে।

মীর কাসেমের ফাঁসি কার্যকরের খবরে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী ও মতিউর রহমান নিজামীর সন্তানেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বার্তা দেওয়া শুরু করেছেন। মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর লিখেছেন, ‘তিনি এখন শহীদ মীর কাসেম আলী।...আল্লাহ রাব্বুল আলামিন কখনও কখনও মুমিনদের কঠিন পরীক্ষার সম্মুখীন করে শাহাদাতের মর্যাদা দিয়ে নিজের সান্নিধ্যে ডেকে নেন। কখনও কখনও কঠিন পরীক্ষার পর মুমিনদের দুনিয়ার জীবনে সাহায্য ও বিজয় দান করেন।...জান্নাতের পাখিরা একে একে জান্নাতের পথে...।’

আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলের পোস্ট

এদিকে, দেলাওয়ার হোসাইন সাঈদী ও কাদের মোল্লার ছেলে নিজেদের প্রোফাইল পিকচারে মীর কাসেমের ছবি ব্যবহার করে তাকে ‘শহীদ’ বলে দাবি করছেন। একইসঙ্গে মীর কাসেম ‘ফাঁসিকে ভয় পাননি’ বলে বাণী দেওয়ার চেষ্টা করেছেন। ‘এসব পোস্টের মধ্য দিয়ে নিজেদের বাবার অপরাধ স্বীকার না করে বরং তাদের কর্মকাণ্ডকে মহিমান্বিত করতে চেষ্টা করা হচ্ছে’ বলে মন্তব্য করেন শোলাকিয়া ঈদগাহের খতিব ফরীদউদ্দীন মাসঊদ। তিনি বলেন, ‘অপরাধী তার ঘৃণ্য কাজকে বৈধতা দিতে চায়। তার সন্তানেরা সেই দায়িত্ব পালন করছে।তাদের মানসিক গড়ন তাদের বাবাদের মতোই  তৈরি হয়েছে। তাই এ ধরনের কাজ অব্যাহত আছে।’

শাহীদ আলী মোহাম্মদ মুজাহিদের পোস্ট

ব্যারিস্টার তুরিন আফরোজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মানবতাবিরোধী অপরাধের দায়ে তাদের বিচার সম্পন্ন করছি। কিন্তু কাজটা এখানেই শেষ নয়। তাদের ভাবাদর্শ যারা বহন করছেন, তাদের বিষয়েও সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার রক্ষার লড়াই কখনও শেষ হয় না। আমাদের সার্বিক পরিকল্পনা থাকতে হবে। শিক্ষা ব্যবস্থা, রাজনীতির ধারায় পরিবর্তন করতে হবে। মানবতাবিরোধী অপরাধীদের ছেলেমেয়েদের নজরদারিতে রাখতে হবে। তারা যেন সরকারি বা বেসরকারি চাকরিতে নীতি নির্ধারণী জায়গায় না যেতে পারেন, সে বিষয়ে নজরদারি থাকতে হবে।  আমরা দেখেছি, তারা বেসরকারি বিশ্ববিদ্যালয় মাল্টিন্যাশনাল ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন পদে আছেন। তার মানে নজরদারি সেভাবে নেই। এ বিষয়ে প্রাতিষ্ঠানিকভাবে নজরদারি জরুরি। ভিয়েতনামের উদাহরণ টেনে তিনি আরও বলেন, ‘সেখানেও যুদ্ধাপরাধীদের ভাবাদর্শ লালনকারীদের পর্যবেক্ষণের ভেতর রাখা হয়।’

শামীম সাঈদীর  পোস্ট

মতিউর রহমান নিজামীর মামলার রায়ে ট্রাইব্যুনাল বলেন, ‘আমাদের পর্যবেক্ষণ হচ্ছে, তৎকালীন সরকার কর্তৃক এই অভিযুক্তকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া  বড় ধরনের ভুল (ব্লান্ডার) ছিল। পাশাপাশি এ ঘটনা ৩০ লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো দুই লাখ নারীর প্রতি সুস্পষ্ট চপেটাঘাত। এই লজ্জাজনক ঘটনা পুরো জাতির জন্য অবমাননাকর।’ প্রসিকিউশন বলছে, ‘তাদের পুনর্বাসনের মধ্য দিয়ে একটা সুযোগ করে দেওয়া হয়েছিল। এখন সে দায় মোচন হচ্ছে ঠিকই কিন্তু তাদের সন্তানেরা যে বিষ ছড়াচ্ছে, সেটা বন্ধ হওয়া জরুরি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মুনতাসীর মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মতাদর্শগত লড়াইয়ে তারা অনেক বেশি এগিয়ে আছেন, সরকার সেখানে পিছিয়ে পড়েছে। কেবল প্লট বাতিল করলেই হবে না। মানবতাবিরোধী অপরাধীরা যে বিশাল সম্পদের পাহাড় গড়েছেন, সেগুলোও বাজেয়াপ্ত করে শহীদ পরিবারের জন্য ব্যয় করতে হবে। আমরা বারবারই বলছি, তারা তাদের মতাদর্শ নিয়ে এগিয়ে যাবেই সেটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের।’তিনি আরও বলেন, ‘এখনও জামায়াত নিষিদ্ধের আইন করা হলো না, আইনমন্ত্রী অনেকদিন থেকেই হয়ে যাবে বললেও হয় না কেন সেটা তিনিই ভালো বলতে পারবেন।’

 আরও পড়ুন: ৬ ফাঁসি কার্যকর: দশটার পর ৩ জনের, বাকিদের ১২টার পর

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িগ্রামের যে স্কুলে শতভাগ ফেল!
কুড়িগ্রামের যে স্কুলে শতভাগ ফেল!
‘কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ-সুবিধা পাবে না শিক্ষাপ্রতিষ্ঠান’
‘কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ-সুবিধা পাবে না শিক্ষাপ্রতিষ্ঠান’
খেলতে খেলতে বিকেএসপির দুই যমজ বোনের জিপিএ-৫
খেলতে খেলতে বিকেএসপির দুই যমজ বোনের জিপিএ-৫
বাসাবোতে রাজউকের উচ্ছেদ অভিযান
বাসাবোতে রাজউকের উচ্ছেদ অভিযান
সর্বাধিক পঠিত
আজ বিশ্ব মা দিবস
আজ বিশ্ব মা দিবস
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
বিবি-বাইডেনের সখ্যতায় ফাটল কি লোক দেখানো?
বিবি-বাইডেনের সখ্যতায় ফাটল কি লোক দেখানো?
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
বাংলাদেশি চা বিক্রেতার স্কুলে এসে অভিভূত দুই চীনা নাগরিক
বাংলাদেশি চা বিক্রেতার স্কুলে এসে অভিভূত দুই চীনা নাগরিক