সিঙ্গাপুরে এএইচএফ অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টে বাংলাদেশ নারী হকি দলে জায়গা করে নিয়েছেন যমজ বোন হিমাদ্রি বড়ুয়া সুখ ও নীলাদ্রি বড়ুয়া নীল। বিকেএসপিতে পড়ুয়া দুই বোন আবার পড়াশোনাতেও ভালো। আজ রবিবার প্রকাশিত ফলে দেখা গেছে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছেন দুজনেই!
২০২১ সালে দুজন সপ্তম শ্রেণিতে নারী হকিতে ভর্তি হয়েছেন। হকি খেলার পাশাপাশি পড়াশোনা করে গেছেন নিয়মিত। তারই ফল পেয়েছেন আজ।
হিমাদ্রি ফল পেয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন, 'আসলে অনেক পড়াশোনা করেই এই ফল পেয়েছি। আমাদের স্কুলের স্যার-ম্যাডামরা যেমন আন্তরিক ছিলেন, তেমনই খেলাধুলার স্যাররাও। পরীক্ষার আগে অনুশীলন মাঠে আমরা বই এনে পড়েছি।’
খেলার পাশাপাশি পড়াশোনাতেও ভালো করে সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন এই নারী গোলকিপার, 'আসলে পড়াশোনা নিজের কাছে। এখানে হোস্টেল লাইফ। অনেক বন্ধু-বান্ধব থাকে। গল্প-আড্ডা হাসিতে অনেক সময় নষ্ট হয়। আমরা পড়াশোনাতেও মনোযোগ দিয়েছি। তাই ভালো ফল পেয়েছি।'
দুই বোনই বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ পেয়েছেন। আরেক বোন নীলাদ্রিও খুশি এই ফল দেখে। পাশাপাশি নিজেদের নিয়ে বলেছেন, 'ফল দেখে আমি খুশি। আসলে আমাদের মধ্যে মানসিকভাবেও অনেক মিল রয়েছে। দুজনই ছোট বেলায় খেলতে পছন্দ করতাম। দুজনই ছোটবেলায় স্কুল ছুটির দিন ক্রিকেট খেলতাম। বিকেএসপিতে ক্রিকেটে ভর্তি হতে এসেছিলাম। রাজু স্যার (বিকেএসপির হকি কোচ) আমাদের দেখে হকিতে নিয়ে আসেন।'
দুই যমজ বোন সম্পর্কে কোচ জাহিদ হোসেন রাজুর মন্তব্য, 'তাদের বাবা চট্টগ্রামের ক্রীড়ানুরাগী ব্যক্তি। তার অনুপ্রেরণায় মেয়েরা ক্রিকেটে আগ্রহী ছিল, আমি তাদের উচ্চতা দেখে হকিতে আনি। হকিতেও ভালো করছে। পড়াশোনার পাশাপাশি হকিতেও তাদের ভবিষ্যত ভালো।'
এছাড়া বাফুফের ক্যাম্পে থাকা খেলোয়াড়দের মধ্যে এবার ১১ জন সাফল্যের সঙ্গে পাস করেছেন। এরমধ্যে মেয়ে রয়েছেন ৬ জন, বাকিরা ছেলে।