X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আপন জুয়েলার্স ও রেইনট্রি কর্তৃপক্ষকে তলব করেছে শুল্ক গোয়েন্দারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৭, ১২:৩২আপডেট : ১৫ মে ২০১৭, ১৭:৩৩

আপন জুয়েলার্স ও রেইনট্রি হোটেল

বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরা আটকের ঘটনায় আপন জুয়েলার্স কর্তৃপক্ষকে তলব করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আর অবৈধভাবে মদ রাখার দায়ে বনানীর হোটেল ‘দ্য রেইনট্রি’ কর্তৃপক্ষকেও ডেকে পাঠানো হয়েছে।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) মইনুল খান সোমবার বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন।

আগামী ১৭ মে (বুধবার) বেলা ১১টায় আপন জুয়েলার্স কর্তৃপক্ষকে শুল্ক গোয়েন্দাদের কাকরাইলের সদর দফতরে কাগজপত্রসহ হাজির হতে বলা হয়েছে। একই সময় দ্য রেইনট্রি এর ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) মদ রাখার দায়ে সমন দেওয়া হয়েছে।

রবিবার শুল্ক গোয়েন্দারা আপন জুয়েলার্সের ৫টি শোরুমের অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে ৮৫ কোটি টাকার স্বর্ণ ও হীরা উদ্ধার করে। এর মধ্যে ২৮৬ কেজি স্বর্ণ ও ৬১ গ্রাম হীরা রয়েছে। এগুলো উদ্ধার করে আইন অনুসারে সিলগালা করে তাদের হেফাজতে দেওয়া হয়েছে। এ পরিমাণ স্বর্ণ ও হীরা রাখার ব্যাপারে আপন জুয়েলার্স কর্তৃপক্ষ কোনও ব্যাখ্যা দিতে পারেনি। এ বিষয়েই জানতে তাদের ডেকেছে গোয়েন্দা বিভাগ। প্রসঙ্গত গত ৫ বছর ধরে দেশে বৈধভাবে সোনা আমদানি বন্ধ রয়েছে।

এদিকে, রবিবার শুল্ক গোয়েন্দাদের অভিযানকালে গুলশানের সুবাস্তু টাওয়ারে আপন জুয়েলার্সের আরেকটি শাখা বন্ধ পাওয়ায় ইনভেন্টরি করার উদ্দেশ্যে সবার উপস্থিতিতে সেটিও সিলগালা করা হয়েছে।

এছাড়াও একইদিনে দ্য রেইনট্রি হোটেলে শুল্ক গোয়েন্দার আরেকটি দল অভিযানে গিয়ে ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এই মদ উদ্ধারের সময় হোটেল কর্তৃপক্ষ বারের লাইসেন্স দেখাতে পারেননি। একারণে অবৈধভাবে বিদেশি মদ রাখার দায়ে হোটেল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসঙ্গত: গত ২৮ মার্চ বনানীর দ্য রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়ে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে পুলিশ সাফাত আহমেদ ও মামলার অপর আসামি সাকিফকে গ্রেফতার করে। অপর তিনজন এখনও পলাতক। একইসঙ্গে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ‘ডার্টি মানি’ নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হওয়ায় রবিবার এর খোঁজে জুয়েলার্সটির ৫টি শাখায় তল্লাশি চালায় পুলিশ। 

/জেইউ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ