X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

মিয়ানমার সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবি উপস্থিতি

শেখ শাহরিয়ার জামান
১৫ আগস্ট ২০১৭, ১৫:৪৫আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৫:৪৬

নাফ নদীর তীরে বিজিবির টহল (ছবি: সংগৃহীত) বাংলাদেশ সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর ক্রমবর্ধমান সমাবেশের কারণে ওই সব এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের  (বিজিবি) উপস্থিতিও বাড়ানো হয়েছে। বাংলাদেশ বর্ডার গার্ডের টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিয়ানমার সেনাবাহিনী মংডু, বুথিডং ও রাথিডং-এ তাদের সমাবেশ বাড়িয়ে দিয়েছে। ফলে যেকোনও ধরনের অঘটন ঠেকাতে আমরা আমাদের বিজিবি ফোর্স বাড়িয়ে দিয়েছি।’

তিনি বলেন, ‘সেনা উপস্থিতির কারণে রোহিঙ্গাদের দলে দলে সীমান্ত পার হওয়ার একটি আশঙ্কা থাকে। এ ধরনের পরিস্থিতি ঠেকানোর জন্য আমরা নিজেদের তৈরি রেখেছি।’

রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘গত অক্টোবর পরবর্তী পরিস্থিতি থেকে এখনকার অবস্থা অনেক ভালো। দুয়েকটি বিছিন্ন ঘটনা মাঝে মাঝে ঘটে থাকে এবং আমরা তাদের পুশব্যাক করে দেই।’

মিয়ানমার সেনাবাহিনীর উপস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে ৫০০ সদস্যের একটি দল প্লেনে করে সিতুয়ে এসেছে। এছাড়া আশেপাশের অঞ্চল থেকেও মিয়ানমার তার সেনাবাহিনীর সদস্যদের এখানে পাঠাচ্ছে। মিয়ানমারের সেনারা সীমান্ত অঞ্চলে বিভিন্ন গ্রামে সন্ত্রাসীদের ধরার জন্য অপারেশন চালাচ্ছে এবং তাদের টার্গেট রোহিঙ্গারা নয়।’

এদিকে সরকারি একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মিয়ানমার অক্টোবর থেকে সীমান্তে সেনা মোতায়েন করলেও সাম্প্রতিক সময়ে এর সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করেছে। তবে সীমান্তে সেনা সমাবেশ বৃদ্ধির আগে মিয়ানমার বাংলাদেশ কর্তৃপক্ষকে এ বিষয়ে কোনও কিছু জানায়নি।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্তে সেনা সমাবেশ করার আগে প্রতিবেশী দেশকে অবহিত করা হয়। কিন্তু এক্ষেত্রে কোনও কিছু করা হয়নি। আমরা সরকারি পর্যায়ে বিষয়টি জানতে চেয়েছি। কিন্তু তারা এখনও কোনও উত্তর দেয়নি।’

/এফএস/ 

আরও পড়ুন- স্বাধীনতা দিবসে হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার বিএসএফ’র

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবার অস্ত্র মামলায় রিমান্ডে
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবার অস্ত্র মামলায় রিমান্ডে
প্রথম সেট হেরেও কোয়ার্টার ফাইনালে আলকারেজ
প্রথম সেট হেরেও কোয়ার্টার ফাইনালে আলকারেজ
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন