X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

মুক্তামনির অস্ত্রোপচার শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪৭

অপারেশন থিয়েটারে নেওয়া হচ্ছে মুক্তামনিকে মুক্তামনির অস্ত্রোপচার শুরু হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা ৯ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়। সকাল সাড়ে ৯টার দিকে অপারেশন শুরু হয়েছে বলে জানা গেছে।

ওটিতে নেওয়ার কিছু আগেই মুক্তামনির জ্বর আসে বলে তার বাবা ইব্রাহিম হোসেন জানিয়েছেন। তিনি জানান, আজ সকালেও সে ভালো ছিল। অপারেশন থিয়েটারে আনার আগেই জ্বর আসে। চিকিৎসকরা তাপমাত্র পরিমাপ করে বলেন ১০১। তবে এ বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে বক্তব্য পাওয়া যায়নি।

সোমবার তার শারীরিক অবস্থা পর্যালোচনা জন্য যখন চিকিৎসকরা তার কেবিনে গিয়েছিলেন তখনও সে সম্পূর্ণ ফিট ছিল বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

এর আগে গত ২৯ আগস্ট প্রচণ্ড জ্বরের কারণে মুক্তামনির অস্ত্রোপচার পুরোপুরি সম্পন্ন করতে পারেননি চিকিৎসকরা।প্রায় ২০ শতাংশ অস্ত্রোপচারের পর অপারেশন শেষ না করেই অস্ত্রোপচার কক্ষ থেকে তাকে বের করতে বাধ্য হন চিকিৎসকরা,নেওয়া হয় আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র)। তবে খুব বেশিক্ষণ তাকে সেখানে থাকতে হয়নি। দুই ঘণ্টা পর তাকে কেবিনে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসকরা বলেছিলেন, ঈদের ছুটির পরই অস্ত্রোপচার করবেন তারা।

আগামীকাল তার অপারেশনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডা. সামন্ত লাল সেন।তিনি জানান,অস্ত্রোপচারের জন্য আজ  মুক্তামনির শারীরিক অবস্থা পর্যালোচনা করেছে তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড। সকাল দশটার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় কিছু পরীক্ষা-নিরীক্ষাও করেন চিকিৎসকরা। এরপর বোর্ড সিদ্ধান্ত নেয় মুক্তামনি অপারেশনের জন্য পুরোপুরি ফিট রয়েছে।

প্রসঙ্গত, প্রথমে মুক্তামনির এই রোগটিকে বিরল রোগ বলা হলেও প্রথম বায়োপসি করার পর জানা যায়, তার রক্তনালীতে টিউমার (হেমানজিওমা) হয়েছে। পরে ১২ আগস্ট সকাল ৯টার দিকে মুক্তামনির অস্ত্রোপচার শুরু করেন ত্রিশ জনের বেশি একটি চিকিৎসক দল। অস্ত্রোপচার করে তার হাত থেকে তিন কেজি মাংসপিণ্ড ফেলে দেওয়া হয়।

 

 

/জেএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের অনার্স-মাস্টার্স শেষ, এইচএসসি পরীক্ষা দিচ্ছেন মা
ছেলের অনার্স-মাস্টার্স শেষ, এইচএসসি পরীক্ষা দিচ্ছেন মা
৮৫০ কোটি টাকা ব্যয়ে এক লাখ টন সার কেনার সিদ্ধান্ত
৮৫০ কোটি টাকা ব্যয়ে এক লাখ টন সার কেনার সিদ্ধান্ত
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৬
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৬
আসকের নতুন নির্বাহী পরিষদ গঠন
আসকের নতুন নির্বাহী পরিষদ গঠন
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট