X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

‘ভোটের রাজনীতির কারণে নিশ্চুপ সু চি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিম উদ্দিন খান (ছবি- সাজ্জাদ হোসেন) গণতান্ত্রিক নেতা হিসেবে মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চি’র প্রতি চলমান রোহিঙ্গা সংকট নিয়ে অনেক প্রত্যাশা থাকলে তিনি ভোটের রাজনীতিতে আটকে পড়েছেন। মিয়ানমারে এখন যে গণতন্ত্র চলছে, তাকে আমরা বলতে পারি ‘ম্যানেজড ডেমোক্রেসি’। তারা সেনাবাহিনীর সমর্থন নিয়েই ক্ষমতায় রয়েছে। সু চি’র দলের নিজস্ব ভোটের রাজনীতিও আছে। রাখাইন রাজ্যে তাই মানবিক সংকট তৈরি হলেও তার বাইরে গিয়ে সু চি কিছু করতে পারবেন না।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শুরু হওয়া ‘রোহিঙ্গা সংকট বনাম মানবতা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিম উদ্দিন খান।
বৈঠকিতে তানজিম উদ্দিন খান বলেন, ‘ষাট বা সত্তরের দশকে মতাদর্শের বিভাজনটি স্পষ্ট ছিল। এখন সেই বিভাজনও স্পষ্ট নয়। তাছাড়া, মতাদর্শতগত বিভাজনের পাশাপাশি বর্তমান সময়ে অর্থনৈতিক স্বার্থ বড় ভূমিকা রাখছে। ফলে চীন ও ভারত এই অর্থনৈতিক স্বার্থকেই বড় করে দেখছে কিনা, তা নিয়ে ভাবতে হবে।’
মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান পরিস্থিতিকে মানবিক সংকট অভিহিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, ‘‘সু চি’র রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর অনেকেই ভেবেছিলেন রোহিঙ্গা সংকটের হয়তো সমাধান হবে। কিন্তু মিয়ানমারে যে গণতন্ত্র চলছে, তাকে আমি বলি ‘ম্যানেজড ডেমোক্রেসি’। এই গণতন্ত্রের পেছনের শক্তির জায়গা সেনাবাহিনী। সুচি একসময় যে ব্যক্তিত্ব ধারণ করতেন, ক্ষমতায় আসার পর আর সেটা তার মধ্যে নেই। বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে তারা একটি গণতন্ত্র তৈরি করার চেষ্টা করেছে। রিলিজিয়াস ন্যাশনালিজমকে কেন্দ্র করে তারা একটি সুপিরিওর অব্স্থান তৈরি করার চেষ্টা করছে। সু চি’র দলের এই যে ভোটের রাজনীতি, তার কারণেই তিনি তেমন কিছু করতে পারবেন না।’
বৈঠকিতে আলোচক হিসেবে আরও উপস্থিত আছেন সাবেক পররাষ্ট্র সচিব মুন্সী ফয়েজ, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ, ব্র্যাক-এর মাইগ্রেশন প্রকল্পের প্রধান শরীফুল হাসান, বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শেখ শাহরিয়ার জামান ও হেড অব নিউজ হারুন উর রশীদ।
মুন্নী সাহা’র সঞ্চালনায় বৈঠকিটি এটিএন নিউজ ও বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
আরও পড়ুন-
‘রোহিঙ্গাদের দুর্দশা বর্ণনা করার ভাষা নেই’
‘রোহিঙ্গা ইস্যুতে ২ প্রতিবেশীকে আমরা পাশে পাইনি’

/আরএআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুয়া এনআইডি তৈরি করে কোটি টাকা হাতিয়ে নেয় তারা
ভুয়া এনআইডি তৈরি করে কোটি টাকা হাতিয়ে নেয় তারা
রিমান্ড শেষে কারাগারে মিল্টন সমাদ্দার
রিমান্ড শেষে কারাগারে মিল্টন সমাদ্দার
বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত
বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত
শিশু অপহরণের দায়ে বৃদ্ধের ১৪ বছরের কারাদণ্ড
শিশু অপহরণের দায়ে বৃদ্ধের ১৪ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার