X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সচিবালয়ে তিন মন্ত্রীর সামনেই চাল ব্যবসায়ীদের কথা কাটাকাটি

শফিকুল ইসলাম
১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৫

বাংলাদেশ সচিবালয়, ফাইল ছবি মন্ত্রীদের সঙ্গে বৈঠক চলাকালে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন চাল ব্যবসায়ীরা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক হয়। বৈঠকের এক পর্যায়ে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সভা চলাকালে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু করেন চাল ব্যবসায়ীরা। এক পর্যায়ে বক্তব্য দিতে চেয়ার থেকে উঠে দাঁড়ান বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সরকার সমর্থিত পক্ষের সভাপতি খোরশদ আলম। এসময় অপর পক্ষের নেতা আব্দুর রশিদ ও লায়েক আলী খোরশেদ আলমকে থামিয়ে দিয়ে বলেন, তিনি সরকারের দালাল। তিনি সরকারকে বিভ্রান্ত করছেন। এ পর্যন্ত এক ছটাক চাল সংগ্রহ করতে তিনি সরকারকে সাহায্য করেননি। ফলে তার এখানে সরকারকে সহযোগিতা করার কোনও সুযোগ নেই।

আব্দুর রশিদ ও লায়েক আলীর সমর্থক ব্যবসায়ীরা খোরশেদ আলমের উদ্দেশে বলেন, ‘দালালি ছাড়েন, সরকারের গুদামে চাল দেন। এটিই হবে সরকারের বড় সহযোগিতা।’ পরে খোরশেদ আলম আর বক্তব্য দিতে পারেননি।

প্রসঙ্গত, বাংলাদেশে অটো, মেজর ও হাস্কিং রাইস মিল আছে ২০ হাজার। এর মধ্যে মাত্র ৪০০ অটো রাইস মিল মালিকদের নেতা সরকার সমর্থিত খোরশেদ আলম। বাকি ১৯ হাজার ৬০০ মিল মালিকদের নেতা আব্দুর রশিদ ও লায়েক আলী।

সভার এক পর্যায়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘দেশটা আমাদের। আমরা আপনাদের,আপনারা আমাদের। আসুন আমরা হাতে হাত মিলিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।’

এসময় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘বুধবার থেকে সারা দেশের প্রতিটি উপজেলায় খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রির কার্যক্রম চালু হবে। তাই খাদ্যবান্ধব কর্মসূচি (১০ টাকা কেজি দরে) সাময়িকভাবে স্থগিত থাকবে।’

আরও পড়ুন: 


চাল ব্যবসায়ীদের সঙ্গে তিন মন্ত্রণালয়ের বৈঠক শুরু


চাল ব্যবসায়ীদের সঙ্গে তিন মন্ত্রণালয়ের বৈঠক দুপুরে 

যে যেভাবে পারেন চাল আনেন: ব্যবসায়ীদের বাণিজ্যমন্ত্রী

মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন চাল ব্যবসায়ী আব্দুর রশিদ ও লায়েক আলী

/এসআই/এসএনএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার