X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে মরিয়া রোহিঙ্গারা!

আবদুল আজিজ, কক্সবাজার
০১ ডিসেম্বর ২০১৭, ০৮:২৩আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ১৬:২৯

পাসপোর্টের জন্য রোহিঙ্গাদের টাকা জমা দেওয়ার রশিদ মিয়ানমারের সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে মরিয়া হয়ে উঠেছে। স্থানীয় দালাল ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় এসব রোহিঙ্গারা মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যেতে কৌশলে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টা করছে। সম্প্রতি এমনই কিছু রোহিঙ্গা নারী বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে ধরা পড়েছে কর্তৃপক্ষের হাতে। তাদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাও দেওয়া হয়েছে। এছাড়া ৮০টি পাসপোর্ট ফরম জব্দ করা হয়েছে।

মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর নৃশংস সহিংসতার শিকার হয়ে ২৫ আগস্টের পর থেকে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী আশ্রয় নিয়েছে বাংলাদেশে। তাদের অনেকেরই স্বজনরা অবস্থান করছেন মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে। তাদের কাছে যেতেই বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার জন্য চেষ্টা করছে রোহিঙ্গারা।

ভুয়া পরিচয়পত্র জানা গেছে, একটি দালালচক্র ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ সহযোগিতায় রোহিঙ্গারা পাসপোর্ট পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ উদ্দেশ্যে তারা আবেদন করছেন কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে। সম্প্রতি এভাবেই বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে ছয় রোহিঙ্গা নারী ধরা পড়লে বিষয়টি জানাজানি হয়। ওই ছয় জনের মধ্যে একজন পালিয়ে যেতে পারলেও বাকি পাঁচ জনকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।

সাজাপ্রাপ্ত পাঁচ রোহিঙ্গা নারীর দু’জন তৈয়বা বেগম ও ছেনুয়ারা বেগম। পাসপোর্ট করতে গিয়ে তৈয়বা নিজের পরিচয় দেন উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁপালং গ্রামের অলি আহমদের মেয়ে হিসেবে। আর ছেনুয়ারা নিজের পরিচয় দেন একই গ্রামের বাইলা বেগমের মেয়ে হিসেবে। এছাড়া টেকনাফ শামলাপুর গ্রামের আজহার আলম ও মৃত নূর জাহানের মেয়ে পরিচয়ে রুজিনা আক্তার, রামু উপজেলার নাসিরপাড়া গ্রামের ছৈয়দ আকবর ও হোসনে আরা বেগমের মেয়ে পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টা করেন রাজিয়া বেগম।

পাসপোর্টের জন্য আবেদন এক রোহিঙ্গা নারীর পাসপোর্টের আবেদন ফরমে এসব রোহিঙ্গা নারীদের দেওয়া তথ্য নিয়ে সন্দেহ হওয়ায় তাদের ফরমগুলো জব্দ করে ব্যাপক অনুসন্ধান চালান পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। তাদের বের হয়ে আসে, এসব নারী পাসপোর্ট ফরমে ভুয়া পরিচয় দিয়েছেন। ভুয়া ঠিকানা ও পরিচয় দেওয়ার অপরাধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোসেনের আদালত তাদেরকে পৃথকভাবে বিভিন্ন মেয়াদে সাজা দেন।

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবু নাঈম মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র নকল করে স্থানীয় জনপ্রতিনিধি ও একটি দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট পেতে করতে মরিয়া হয়ে উঠেছে। পাসপোর্ট অফিসের কর্মকর্তারা এসব সামাল দিতে দিশেহারা হয়ে পড়েছেন। তবে রোহিঙ্গারা যেন কোনোভাবেই বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে না পারে, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি।’

নাঈম মাসুদ আরও বলেন, ‘রোহিঙ্গাদের আত্মীয়-স্বজন অনেকেই মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। তাদের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই এখানকার রোহিঙ্গারা পাসপোর্ট পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে সহযোগিতা করছে এক শ্রেণির দালাল। আমাদের জাতীয় পরিচয়পত্র হুবহু নকল করে তাদের পাসপোর্ট অফিসে পাঠানো হচ্ছে। তবে ভুয়া এনআইডি শনাক্ত করতে আমরা ব্যাপক ব্যাপক যাচাই-বাছাই করে থাকি। ফলে সহজে কোনও রোহিঙ্গা বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট পাবে না।’

পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজোয়ান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রোহিঙ্গারা যেন কোনোভাবে পাসপোর্ট করতে না পারে, সেজন্য সারাদেশে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সরাসরি সাক্ষাৎকার না নিয়ে কাউকে পাসপোর্ট দেওয়া হবে না। আমাদের অফিসাররা এখন পাসপোর্ট অফিসের ডেস্কে বসছে। এজন্য অনেকে ধরাও পড়ছে।’

তিনি আরও বলেন, ‘পাসপোর্ট ফরম জমা হওয়ার পর পুলিশের তদন্ত প্রতিবেদন জমা হতে হয়। পুলিশ কিন্তু স্থায়ী ও বর্তমান ঠিকানাসহ সব জায়গাতে গিয়ে তদন্ত করছে। পুলিশের তদন্ত প্রতিবেদন পাওয়া না গেলে আমরা কাউকে পাসপোর্ট দিচ্ছি না। এ ধরনের অনেক পাসপোর্ট ফরম আমাদের অফিসে জমা পড়ে আছে।’

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরোজুল হক টুটুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হওয়ার পর থেকেই কক্সবাজার জেলা পুলিশ সতর্ক রয়েছে। আইনের চোখ ফাঁকি দিয়ে কোনও রোহিঙ্গা যেন পাসপোর্ট করতে না পারে, সেজন্য গোয়েন্দা বিভাগকে কড়া নির্দেশনা দেওয়া আছে।’

তিনি আরও বলেন, ‘কোনও রোহিঙ্গা যদি পাসপোর্ট ফরম পূরণ করেও থাকে, তাহলে পুলিশের তদন্ত প্রতিবেদনে সেগুলো ধরা পড়ছে।’

/এআর/টিআর/
সম্পর্কিত
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা