X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কখনোই ভালো ব্যবস্থায় ছিল না: গোলাম মওলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৮, ১৯:৩০আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৯:৩০

‘রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কখনই ভালো ব্যবস্থায় ছিল না। আইএমএফ তাগিদ দিয়েছে, পরিচালকদের বিভিন্ন জায়গায় টাকা দিয়ে ব্যাংকে ঢোকার কথা বারবার উঠে এসেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তালিকা দেখেন সবচেয়ে বড় দুর্নীতিবাজ ব্যাংকের এমডি-ডিএমডি পদের লোকেরা।’ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে ‘ব্যাংক কর্মকর্তা নিয়োগে জটিলতা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে অংশ নিয়ে বাংলা ট্রিবিউনের সাংবাদিক গোলাম মওলা এসব কথা বলেন।

বাংলা ট্রিবিউনের সাংবাদিক গোলাম মওলা গোলাম মওলা বলেন, ‘আমি একটু পেছনে যেতে চাই, ২০১২ তে হলমার্কের যে ঘটনা ছিল এখন পর্যন্ত পরিচালকদের সম্পৃক্ততা তাতে বের করা যায়নি। পরিচালকরা যখন নিয়োগ পান তখন ইনকামের রাস্তা খোঁজেন, তারা ব্যাংকিং করতে আসেন না। করলে ব্যাংক খুব ভাল করতো।’

বেসরকারি ব্যাংকগুলো যেই অবস্থায় যাচ্ছে সরকারি ব্যাংকগুলো এখন পর্যন্ত সেই জায়গায় যেতে পারে নাই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কারণ পরিচালকরা ব্যাংকে হয় আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন আর না হলে রাজনৈতিক কোনও স্বার্থ হাসিলের চেষ্টা করেন। অনিয়মটা যেন না হয় সেজন্য ২০১৫ সালে সিলেকশন কমিটি করা হলো। এখনও বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে অবস্থা বাংলাদেশ ব্যাংক চাইলেই ঠিক করতে পারে না। কারণ এখানে সরকারের একটা ব্যাপার থাকে।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন- অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, আন্দোলনকারী পরীক্ষার্থীদের মুখপাত্র অনন্য মাহবুব, অ্যাক্টিভিস্ট এবং এনজিও কর্মকর্তা শরীফুল হাসান এবং বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।

শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক এবং হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

/এসও/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা