X
বুধবার, ১৪ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ঘুষ লেনদেনের চিত্র গোপনে ধারণ কি গুপ্তচরবৃত্তি

উদিসা ইসলাম
২৯ জানুয়ারি ২০১৮, ১৯:৫৬আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ০৩:০৭

ডিজিটাল নিরাপত্তা আইন
কোনও সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যেকোনও তথ্য উপাত্ত যদি গোপনে ধারণ করা হয়, তবে  ‘ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮’  অনুযায়ী তা গুপ্তচরবৃত্তি হিসেবে বিবেচনা করা হবে। সেক্ষেত্রে সরকারি অফিসে ঘুষ লেনদেনের কোনও চিত্র, কিংবা কোনও বড় ধরনের দুর্নীতির ফাইলের ছবি নেওয়া বা ভিডিও করা গুপ্তচরবৃত্তি হিসেবে বিবেচিত হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

‘ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮’ প্রকাশের পর এটি তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার নিয়ন্ত্রণের চেয়েও কঠোর বলে মন্তব্য করার পাশাপাশি বিশ্লেষকরা বলছেন— গুপ্তচরবৃত্তি সম্পর্কিত ৩২ নম্বর ধারাটি রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতাবিরোধী ধারা। আর তথ্যপ্রযুক্তিমন্ত্রী মনে করছেন,এই ধারা প্রয়োজন আছে। গোপনীয়তা লঙ্ঘন গ্রহণযোগ্য নয়।

নতুন আইনের ৩২ ধারায় বলা হয়েছে, ‘সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কেউ যদি বেআইনিভাবে প্রবেশ করে কোনও ধরনের তথ্য-উপাত্ত, যেকোনও ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি দিয়ে গোপনে রেকর্ড করে, তাহলে সেটা গুপ্তচরবৃত্তির অপরাধ হবে।’ আইনটিতে এ অপরাধের শাস্তি হিসেবে ১৪ বছরের জেল ও ২০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

এই ধারার বর্ণনায় যা আছে তাতে আদৌ গুপ্তচরবৃত্তি হয় কিনা প্রশ্নে ব্যারিস্টার তানজীব উল আলম বাংলা ট্রিবিউনকে বলেন,‘সংজ্ঞায়িত যেহেতু করেছে, সেহেতু হবে।’ তিনি বলেন, ‘এটা একটা ঢালাও বিধান। এর ফলে মানুষের যে তথ্য অধিকার, সেটা খর্ব হবে। তথ্য অধিকার মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে সম্পৃক্ত। এই বিধানটি সেদিক থেকে সংবিধানবিরোধীও বটে।’ উদাহরণ দিতে গিয়ে ব্যারিস্টার তানজীব বলেন, ‘আমি যদি ফাইলের ওপরের নোটটির ছবি তুলি, যেখানে বলা আছে কোনও একটি অন্যায় সংঘটিত হয়েছে। সেটা তো জনগণের জানার অধিকার আছে। সেটি কিভাবে গুপ্তচরবৃত্তি হয়। সেটা যদি গুপ্তচরবৃত্তি হয়, তাহলে জনগণতো কখনও জানতে পারবে না কী ঘটে চলেছে। আসলে এটা রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতাবিরোধী আইন।।’

সিটিজেন জার্নালিজম বিকাশের কারণে এখন প্রত্যেকে তার আশেপাশের অসংলগ্নতা তুলে ধরায়, অনেক প্রয়োজনীয় বিষয় সবার সামনে আসে বলে মনে করেন অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারি কর্মকর্তা যারা বিভিন্ন সময়ে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করেছে, তেমন অনেক ঘটনা বের হয়ে এসেছে। আমার কাছে মনে হয়েছে, এসব চোর বাটপারদের রক্ষা করার জন্যই এধারাটি তৈরি করা হয়েছে। সাধারণ যারা সরকারি অফিসে গিয়ে হয়রানির শিকার হবেন, তারা প্রমাণ সংগ্রহের যেন সুযোগ না পান, এই আইন দিয়ে সেটা নিশ্চিত করা হলো।’

এদিকে, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও কাজ গোপনে আপনি করবেন কেন? সেটা তো গ্রহণযোগ্য না।’ রাষ্ট্রীয় কাজের স্বচ্ছতার জন্য কিছু কিছু ক্ষেত্রে এটা প্রয়োজন হয় কিনা প্রশ্নে তিনি বলেন, ‘এটা কখনও লঙ্ঘন করতে পারেন না। রাষ্ট্রীয় গোপনীয়তা নষ্ট করতে পারেন না। সাংবাদিকদের স্বাধীনতা আছে, কিন্তু শর্তাধীন। আপনি কি চাইলেই কারও বাড়িতে জোর করে প্রবেশ করতে পারবেন? কারও বাসায় কেউ অনুমতি না নিয়ে ছবি তুলতে পারেন?’

মন্ত্রীর এই প্রশ্নের বিপরীতে কর্মকর্তার অনুমতি নিয়ে ছবি তুললে তিনি যদি অস্বীকার করেন, তখন সাংবাদিক কী করবে প্রশ্ন করা হলে মোস্তাফা জব্বার বলেন, ‘সেটা আপনার পরিস্থিতির বিষয়। আপনি অনুমতি নিয়ে যখনই করবেন, তখন সেটা গোপনীয় থাকে না।

আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইনের কোন ধারায় কী শাস্তি

/এসআই/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগ নেতার দখলে থাকা বিদ্যালয়ের জমির ধান কেটে নিলো শিক্ষক-কমর্চারীরা
আ.লীগ নেতার দখলে থাকা বিদ্যালয়ের জমির ধান কেটে নিলো শিক্ষক-কমর্চারীরা
রেস্টুরেন্ট থেকে বের করে চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে সোপর্দ
রেস্টুরেন্ট থেকে বের করে চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে সোপর্দ
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত
পাকিস্তান সফরের জন্য সরকারের ছাড়পত্রের অপেক্ষায় বিসিবি
পাকিস্তান সফরের জন্য সরকারের ছাড়পত্রের অপেক্ষায় বিসিবি
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু