X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা প্রত্যাবাসন: সরকার, ইউএনএইচসিআর সমঝোতা স্মারক চূড়ান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৪০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৪৫

রোহিঙ্গা সংকট

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সঙ্গে সমঝোতা স্মারক চূড়ান্ত করেছে সরকার। আগামী সপ্তাহে স্মারকটিতে উভয়পক্ষে স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, আমরা চুক্তিটি চূড়ান্ত করে ফেলেছি। এখন শুধু স্বাক্ষর করা বাকি।

চুক্তিতে রোহিঙ্গাদের শরণার্থী হিসাবে অভিহিত করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি নেতিবাচক উত্তর দিয়ে বলেন, শরণার্থী ঘোষণা না করেও ইউএনএইচসিআর এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারবে।

তিনি বলেন, প্রত্যাবাসনের সঙ্গে জড়িত সব কাজে ইউএনএইচসিআর আমাদের সহযোগিতা করবে এবং তারা কীভাবে আমাদের সহযোগিতা করতে পারে সেটি এই চুক্তিতে ব্যাখ্যা করা হয়েছে।

উদাহারণ হিসেবে তিনি বলেন, রোহিঙ্গারা যাতে নিজেরাই রাখাইনে ফেরত যেতে আগ্রহী হয় সেজন্য আমাদের প্রচারণা চালাতে হবে এবং এ কাজে তারা আমাদের সহায়তা করবে।

রোহিঙ্গারা যখন ফেরত যাবে তখন তাদের ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া এবং রাখাইনে রিসেপশন ক্যাম্প পর্যন্ত এগিয়ে দেওয়া ইত্যাদি বিষয়ও এই স্মারকে উল্লেখ করা আছে বলেও জানান তিনি।

মিয়ানমারও ইউএনএইচসিআরের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে কোনও চুক্তি করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, দেশটির পক্ষ থেকে এখনও এ ধরনের কোনও চুক্তি হয়নি। তারা যাতে এ ধরনের একটি চুক্তি দ্রুততার সঙ্গে করে সেজন্য আমরা তাদের বলেছি।

গত ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু হলে এখন পর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এর আগে থেকে তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল।

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে