X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘মানব নিরাপত্তা’য় যুক্তরাষ্ট্রের সহায়তা চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ২২:০১আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ২২:২৬



বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রথাগত প্রতিরক্ষা সহযোগিতার বাইরে খাদ্য ও জ্বালানি নিরাপত্তার মতো মানবিক বিষয়েও (হিউম্যান সিকিউরিটি বা মানব নিরাপত্তা) যুক্তরাষ্ট্রের সহায়তা চায় বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার (২ মে) দুই দেশের মধ্যে অনুষ্ঠিতব্য সপ্তম নিরাপত্তা সংলাপে এ বিষয়ে আলোচনা হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সরকারের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগের সংলাপগুলিতে আমরা প্রথাগত প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। কিন্তু এবার আমরা এর পরিধি বাড়াতে চাই এবং অপ্রথাগত বিষয় যা মানুষের নিরাপত্তার সঙ্গে জড়িত এমন বিষয় নিয়েও আলোচনা করবো।’
তিনি বলেন, ‘খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয় মানুষের মঙ্গলের জন্য সরাসরি জড়িত এবং এই বিষয়গুলি নিয়ে আমরা বৃহস্পতিবারের বৈঠকে এবং পরবর্তীতে আলোচনা করতে আগ্রহী।’
বৃহস্পতিবারের বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফেরদৌসি শাহরিয়ার এবং যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি মাইকেল মিলার নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন।
সরকারেরর আরেকজন কর্মকর্তা জানান, রোহিঙ্গা, প্রতিরক্ষা বাণিজ্য, প্রশিক্ষণসহ মিলিটারি সহযোগিতা, কাউন্টার টেরোরিজম, উগ্রবাদ প্রতিহতকরণ এবং প্রস্তাবিত চুক্তির অগ্রগতি নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হবে।
শ্রীলঙ্কার কলম্বোয় সন্ত্রাসী হামলার পরে দুই দেশের মধ্যে এ বিষয়ে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলেও তিনি জানান।
ওই কর্মকর্তা বলেন, ‘আমরা তাদের বলবো, রোহিঙ্গারা সন্ত্রাসী সংগঠনের সহজ শিকার হতে পারে এবং এই সমস্যা যত দ্রুত সমাধান করা যায়, সেজন্য ওয়াশিংটনের আমাদের সহায়তা করা উচিত।’
তিনি জানান, ওয়াশিংটন কয়েকটি চুক্তির প্রস্তাব দিয়েছে এবং এ বিষয়ে কতদূর অগ্রগতি হয়েছে এবং কীভাবে অগ্রসর হওয়া যায়, সে বিষয়ে দুই পক্ষ আলোচনা করবে। 

/এসএসজেড/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া