X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সদরঘাট নৌযানশূন্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৯, ১০:৩৬আপডেট : ০৩ মে ২০১৯, ১৩:৪৯

`ফণী`র কারণে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় শূন্য সদরঘাটে অন্যান্য দিনের মতো ঘাটে কোনও নৌযানের ভিড় নেই। পুরো বন্দর ফাঁকা। কোনও লঞ্চ আসেনি, ছেড়েও যায়নি। নেই কোনও যাত্রী। লঞ্চে ওঠার বেশিরভাগ গেটে তালা। শ্রমিকরা বসে-শুয়ে সময় কাটাচ্ছেন। কখন এই অবস্থা শেষ হবে তা এখন জানা যাচ্ছে না। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ লঞ্চ টার্মিনাল সদরঘাটে শুক্রবার (৩ মে) সকালে এই পরিস্থিতি দেখা গেছে।

গতকাল বৃহস্পতিবার থেকে নৌ বন্দরগুলোতে অনির্দিষ্টকালের জন্য নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারির পর থেকে সরদঘাটে এই পরিস্থিতি বিরাজ করছে। এখান থেকে নৌযান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

ঘূর্ণিঝড় ‘ফণী’র সতর্কতা হিসেবে সারাদেশে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ। বৃহস্পতিবার (২ মে) বেলা ১১টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানান বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন। `ফণী`র কারণে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় শূন্য সদরঘাটে

আজ শুক্রবার সকালে বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আরিফুর রহমান জানান, ‘ঘুর্ণিঝড় ফণীর কারণে দেশের নৌ বন্দরগুলো থেকে সব ধরনের নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। সে কারণে সদরঘাট থেকেও কোনও ধরনের নৌযান ছাড়েনি, দেশের অন্য কোনও স্থান থেকেও কোনও নৌযান এখানে আসেনি।’

বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন বলেন, ‘সাগরে ঘূর্ণিঝড় ফণী’র কারণে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে সারাদেশে সব ধরনের নৌযানের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।’

আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ‘ফণী’  ভারতের ওড়িশা রাজ্যে আঘাত হেনেছে। এটি আজ শুক্রবার (৩ মে) মধ্যরাতের দিকে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। আজ দুপুরের পর ঝড়ের প্রভাব শুরু হতে পারে। উপকূলীয় এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।

ছবি: শাহেদ শফিক।

আরও পড়ুন- 

ঘূর্ণিঝড়: কোন সংকেতের কী অর্থ

১০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় ‘ফণী’

শুক্রবার সন্ধ্যায় আঘাত হানতে পারে ‘ফণী’

‘ফণী’ মোকাবিলায় সরকারের যত প্রস্তুতি

‘ফণী’র সতর্কতায় সারাদেশে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

ঘূর্ণিঝড় ‘ফণী’: চট্টগ্রাম বন্দরের সব জাহাজ বহির্নোঙরে, তিনটি কন্ট্রোল রুম

বরিশালে ‘ফণী’ মোকাবিলায় প্রস্তুত ২৫ হাজার স্বেচ্ছাসেবক ও ২৩২টি আশ্রয়কেন্দ্র

ধেয়ে আসছে ‘ফণী’: খুলনায় সব উপজেলায় সতর্কতা, জরুরি কন্ট্রোল রুম

যেখানে ঘূর্ণিঝড় ফণীর প্রতীক্ষায় রয়েছে মানুষ

ঝড়ে বিদ্যুতের ছেঁড়া তার স্পর্শ না করার অনুরোধ

‘ফণী’র ক্ষয়ক্ষতি মোকাবিলায় ডিএনসিসি’র নিয়ন্ত্রণ কক্ষ চালু

ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

/এসএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন