X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ফণীর প্রভাবে বিমান চলাচল বিঘ্নিত

চৌধুরী আকবর হোসেন
০৪ মে ২০১৯, ১৩:০০আপডেট : ০৪ মে ২০১৯, ১৪:৪১

হযরত শাহজালাল বিমানবন্দর

ঘূর্ণিঝড় ফণীর জন্য সতর্ক অবস্থানে রয়েছে দেশের বিমানবন্দরগুলো। ঝড়ের জন্য বিঘ্নিত হচ্ছে বিমান চলাচল। ঝড়ের প্রভাবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের কিছু ফ্লাইট বাতিল ও সময় পরিবর্তন হলেও দেশের কোনও বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়নি। বজ্রপাত, বাতাসের গতিবৃদ্ধি, লো ভিজিবিলিটি, লো ক্লাউডের জন্য সতর্কতার সঙ্গে বিমান চলাচলের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ফণী ভারতের ওড়িশায় আঘাত হানার পর পশ্চিমবঙ্গ পেরিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আগের চেয়ে দুর্বল হয়ে পড়েছে ঝড়টি। ফণীর প্রভাবে বর্তমানে ঝড়ের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের কম। তবে এর প্রভাবে প্রায় সারাদেশেই বৃষ্টি হচ্ছে।

ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে এখন পর্যন্ত বিমানবন্দরগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়নি বেবিচক।

জানা গেছে, ঝড়ের কারণে বেশ কিছু ফ্লাইট বাতিল হয়েছে। কিছু কিছু ফ্লাইট সূচি পরিবর্তন হয়েছে। এছাড়া, ঝড়ের প্রভাব এড়াতে গতিপথ পরিবর্তন করে চলছে বিমান। এতে সময় বেশি লাগছে গন্তব্যে পৌঁছতে।

হযরত শাহজালাল বিমানবন্দর

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকেই বিমান ওঠানামা অব্যাহত রয়েছে। বিমানবন্দরের আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৯টা ২০ থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত ওয়েদার অ্যালার্ট রয়েছে। এটি আরও ৩ ঘণ্টা পর্যন্ত এক্সটেনশন হতে পারে। এ সময়ে বজ্রপাত, বাতাসের গতি বৃদ্ধি, লো ভিজিবিলিটি, লো ক্লাউডের জন্য সতর্কতার সঙ্গে বিমান চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় ফণীর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস শনিবার দুপুর সাড়ে ১২টার ঢাকা-চট্টগ্রাম রুটের বিজি ৪১৩ এবং দুপুর ১টা ৫০ মিনিটের চট্টগ্রাম-ঢাকা বিজি ৪১৪ ফ্লাইট বাতিল করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘আবহাওয়া খারাপ হওয়ায় ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া আজকের ঢাকা-কলকাতা রুটের বিজি ০৯১ ফ্লাইট বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ডিলে করা হয়েছে।’

শনিবার ২৪টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট ছিল নভোএয়ারের। সকাল থেকে সাতটি ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইনসটি। এরমধ্যে চট্টগ্রাম রুটের তিনটি, কক্সবাজারের একটি, যশোরের একটি, সিলেটের একটি, কলকাতার একটি ফ্লাইট।

ইউএস বাংলা এয়ারলাইনস সকাল ৭টায় সিলেট রুটে এবং ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করেছে। এছাড়া, সকাল ১০টায় ঢাকা-কলকাতা রুটের ফ্লাইটটির সময় পরিবর্তন করে বিকাল ৫টায় নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম বিমানবন্দর

ইউএস বাংলার মহাব্যবস্থাপক (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর) কামরুল ইসলাম বলেন, ‘আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। কোনও কোনও ক্ষেত্রে সময় পরিবর্তন করতে হচ্ছে।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্টেশন এয়ার ট্রাফিক অফিসার (উপপরিচালক) এসএম ওয়াহিদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খারাপ আবহাওয়ার জন্য কিছু কিছু ফ্লাইট বাতিল হয়েছে। তবে বিমানবন্দরের কার্যক্রম সচল আছে।’

শনিবার সকাল ১০টার দিকে যশোর বিমানবন্দরের ম্যানেজার মোহাম্মদ আলমগীর পাঠান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখনও বিমানবন্দর সচল রয়েছে। আমাদের সব ধরনের প্রস্তুতি আছে, যাতে কোনও ধরনের ক্ষয়ক্ষতি না হয়। তবে এখনই বিমানবন্দর ক্লোজ করার কোনও সিদ্ধান্ত হয়নি। আমরা সার্বক্ষণিক আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

কক্সবাজার বিমানবন্দর

বরিশাল বিমানবন্দরের ম্যানেজার রথিন্দ্রনাথ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বরিশালে ১২টার পর ঢাকা থেকে বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট আসে। ফণী সকাল ১১-১২টার মধ্যে এ অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার কথা। ফলে পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেবো। পরিস্থিতি খারাপ হলে আমরা ব্যবস্থা নেবো। আমরা সতর্কতার সঙ্গে আবহাওয়া পর্যবেক্ষণ করছি।’

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত বিমানবন্দর বন্ধ করার মতো খারাপ আবহাওয়া হয়নি।’

আরও পড়ুন- 

‘ফণী’র প্রভাবে সারাদেশে নিহত ১৫

সারাদেশে ঝড়ো হাওয়া-বৃষ্টি অব্যাহত, নিম্নচাপে পরিণত হবে ফণী

পাঁচ শতাধিক ঘরবাড়ি ভেঙেছে ‘ফণী’

সাধারণ ঝড়ে পরিণত হয়েছে ‘ফণী’

‘ফণী’ এখন বাংলাদেশে

দুর্বল হয়ে পড়ছে ফণী, কমেছে গতিবেগও

আশ্রয়কেন্দ্রে সাড়ে ১২ লাখ মানুষ

‘ফণী’ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ: সজীব ওয়াজেদ জয়

প্রস্তুতি এমন যে একটি প্রাণহানিও ঘটবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

'ফণী' মোকাবিলায় সচিবালয় ও ১৯ জেলায় সব সরকারি অফিস খোলা

‘ফণী’ আঘাত হানতে পারে মধ্যরাতে

ঘূর্ণিঝড়: কোন সংকেতের কী অর্থ

১০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় ‘ফণী’

 

 

/সিএ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী