X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মাদক মামলার আসামিদের জন্য কারাগারে আলাদা ওয়ার্ড করার প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৯, ১৯:২৩আপডেট : ২২ মে ২০১৯, ১৯:৫৩

কারাগার (প্রতীকী ছবি)

মাদক মামলায় অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্তদের জন্য কারাগারে আলাদা ওয়ার্ড করার প্রস্তাব দিয়েছে সংসদীয় কমিটি। বুধবার (২২ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।

কমিটির সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, হাবিবুর রহমান, ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান ও নূর মোহাম্মদ বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি শামসুল হক টুকু বলেন, ‌‘মাদক সংক্রান্ত বিভিন্ন মামলায় অভিযুক্ত এবং সাজাপ্রাপ্তদের জন্য আলাদা ওয়ার্ড করার প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রণালয় এখন এ বিষয়ে তাদের কার্যক্রম হাতে নেবে।’

এদিকে সাম্প্রতিক সময়ে ট্রেনে পাথর ছোড়ার ঘটনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে পাথর ছোড়ার ঘটনা নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে সভাপতি টুকু বলেন, ‘মাদকসেবী, শিশু, চোরাকারবারি এরাই পাথর ছোড়ে। অনেক সময় ট্রেন কেন থামে না সেই ক্ষোভ থেকে পাথর ছোড়ে। আমরা রেল কর্তৃপক্ষকে এ বিষয়ে কথা বলার জন্য ডেকেছিলাম। তারা এ বিষয়ে কাজ করছেন।’

বৈঠকের বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বিঘ্নকারী যেকোনও সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাযথভাবে তদারকি এবং আসন্ন ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সুপারিশ করা হয়। একইসঙ্গে ঈদকে সামনে রেখে যাতে কোনও ধরনের চাঁদাবাজি না হয় সেদিকে কঠোর নজর রাখতে বলা হয়েছে।

বৈঠকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং পর্নোগ্রাফি বন্ধের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে ডোপটেস্ট আরও বাড়ানোর সুপারিশ করা হয়।

/ইএইচএস/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী