X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

মাদক মামলার আসামিদের জন্য কারাগারে আলাদা ওয়ার্ড করার প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৯, ১৯:২৩আপডেট : ২২ মে ২০১৯, ১৯:৫৩

কারাগার (প্রতীকী ছবি)

মাদক মামলায় অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্তদের জন্য কারাগারে আলাদা ওয়ার্ড করার প্রস্তাব দিয়েছে সংসদীয় কমিটি। বুধবার (২২ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।

কমিটির সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, হাবিবুর রহমান, ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান ও নূর মোহাম্মদ বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি শামসুল হক টুকু বলেন, ‌‘মাদক সংক্রান্ত বিভিন্ন মামলায় অভিযুক্ত এবং সাজাপ্রাপ্তদের জন্য আলাদা ওয়ার্ড করার প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রণালয় এখন এ বিষয়ে তাদের কার্যক্রম হাতে নেবে।’

এদিকে সাম্প্রতিক সময়ে ট্রেনে পাথর ছোড়ার ঘটনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে পাথর ছোড়ার ঘটনা নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে সভাপতি টুকু বলেন, ‘মাদকসেবী, শিশু, চোরাকারবারি এরাই পাথর ছোড়ে। অনেক সময় ট্রেন কেন থামে না সেই ক্ষোভ থেকে পাথর ছোড়ে। আমরা রেল কর্তৃপক্ষকে এ বিষয়ে কথা বলার জন্য ডেকেছিলাম। তারা এ বিষয়ে কাজ করছেন।’

বৈঠকের বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বিঘ্নকারী যেকোনও সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাযথভাবে তদারকি এবং আসন্ন ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সুপারিশ করা হয়। একইসঙ্গে ঈদকে সামনে রেখে যাতে কোনও ধরনের চাঁদাবাজি না হয় সেদিকে কঠোর নজর রাখতে বলা হয়েছে।

বৈঠকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং পর্নোগ্রাফি বন্ধের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে ডোপটেস্ট আরও বাড়ানোর সুপারিশ করা হয়।

/ইএইচএস/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল