X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘প্রিপেইড মিটারে আমরা কোনও সুবিধা পাচ্ছি না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৯, ১৪:৫৬আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৪:৫৬

‘প্রিপেইড মিটারে আমরা কোনও সুবিধা পাচ্ছি না’ প্রিপেইড মিটারে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে প্রিপেইড মিটার সংযোগ প্রতিরোধ কমিটি। রবিবার (২৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে তারা সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে সংগঠনের আহ্বায়ক হাজী মোহাম্মদ শাহজাহান সিকদার বলেন, ‘প্রিপেইড মিটারে প্রতি ১ হাজার টাকা রিচার্জে ২০ টাকা কমিশন দিতে হয়। প্রতিমাসে ভাড়া বাবদ ৪০ টাকা করে কেটে নেয়, কতদিন পর্যন্ত নিবে তা আমরা জানি না।’
তিনি আরও অভিযোগ করে বলেন, ‘প্রতি ১ হাজার টাকায় কত ইউনিট বিদ্যুৎ পাবো তা আমাদের জানা নাই, বোঝার কোনও উপায়ও নাই। ব্যালেন্স শেষ হয়ে গেলে ২০০ টাকা ইমারজেন্সি ব্যালেন্স নিলে তার বিপরীতে ৫০ টাকা সুদ দিতে হয়। প্রিপেইডের জন্য প্রতি মাসে ২০০ টাকা ভাড়া দিতে হবে এবং আগে যে মাদার মিটার আমরা কিনেছিলাম তা ৩০ থেকে ৩৫ হাজার টাকা নিয়েছিল। সেই টাকার বিনিময়ে প্রিপেইড মিটার দেওয়া হচ্ছে না। এছাড়াও প্রিপেইড মিটার লক হলে বারবার অভিযোগ করলেও কর্তৃপক্ষ তা আমলে নেয় না। লক খুলতে হলে অফিসে ৬০০ টাকা জমা দিতে হয়।’
সংগঠনের আহ্বায়ক বলেন, ‘এই মিটার থেকে আমরা কোনও ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছি না। তাই সরকারের কাছে আবেদন, প্রিপেইড মিটার আমরা চাই না। আমরা আগের মিটারেই ভালো আছি। মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই টাকা পরিশোধ করে দিচ্ছি, তাহলে প্রিপেইড মিটারের কী দরকার?’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হাজী মুহাম্মদ শহীদুল্লাহ, হাজী মোহাম্মদ হাফিজ উদ্দিন হাওলাদার, হাজী মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ বাহারানে সুলতান বাহার, মো. জামাল উদ্দিন বাচ্চু প্রমুখ।

/এসও/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি