X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দুর্গতদের যেকোনও প্রয়োজনে ৯৯৯-এ কল করার অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৯, ১৪:৫৭আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৯:১৩





ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান (ছবি: সংগৃহীত) ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় জেলা-উপজেলার সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে; যেন যেকোনও প্রয়োজনে তাদের পাওয়া যায়। রেডক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উদ্ধার কাজের সঙ্গে সম্পৃক্ত আছে। তাছাড়া যেকোনও প্রয়োজনে দুর্গতদের ৯৯৯-এ কল করার অনুরোধ করা হচ্ছে।’

শনিবার (৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘বুলবুল আঘাত হানতে পারে এমন এলাকায় ৪ হাজার ৭০টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৪ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। আরও ১৮ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। এ জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন কাজ করছে। সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কার্যক্রম তদারকি করছেন।’
তিনি বলেন, ‘মন্ত্রণালয় ২৪ ঘণ্টা খোলা রাখা হয়েছে। এখান থেকে জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। আশ্রয়কেন্দ্রের নিরাপত্তার জন্যে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্বে রয়েছেন।’
এনামুর রহমান বলেন, ‘গবাদিপশু, হাঁস-মুরগি যেন ঝড়ে ক্ষতিগ্রস্ত না হয় বা প্রাণ না হারায়, এ জন্য জেলা ও উপজেলা প্রশাসন কাজ করছে। আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাবার পাঠানো হয়েছে। প্রতিটি জেলায় জরুরি প্রয়োজন মেটাতে ৫ লাখ টাকা করে বরাদ্দ রাখা হয়েছে। প্রয়োজনে এ বরাদ্দ আরও বাড়ানো হবে। ঝড়টি সন্ধ্যা নাগাদ আঘাত করবে, এ জন্য রাতে আলোর ব্যবস্থা করতে মোমবাতি ও হ্যাজাক লাইট প্রস্তুত রাখা হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখা হয়েছে। জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক রাখা আছে।’
এনামুর রহমান বলেন, ‘দেশের সব জলপথে নৌ-চলাচল বন্ধ আছে। জেলে ও মাছ ধরার ট্রলারকে নিরাপদে থাকতে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা এখনও বলবৎ আছে।’

আরও পড়ুন...


উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত

যে কারণে এবারও ৯১ সালের মতো ভয়াবহ ঘূর্ণিঝড়ের শঙ্কা

সুন্দরবন দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে ‘বুলবুল’

‘বুলবুল’ মোকাবিলায় সরকার ও দল সর্বোচ্চ প্রস্তুত: ওবায়দুল কাদের

আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন উপকূলবাসী

‘বুলবুল’ মোকাবিলায় সাতক্ষীরায় সেনা মোতায়েন

স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল, দুর্যোগ মোকাবিলায় ৮ নির্দেশনা

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় প্রস্তুত সরকার: নৌ প্রতিমন্ত্রী

সারাদেশে নৌ চলাচল বন্ধ

উপকূলে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা

১৩ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

/এসআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেনাকাটার একাল-সেকাল
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের