X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

‘পুলিশ ও বুয়েটের এআরআইকে যৌথভাবে সড়ক দুর্ঘটনা তদন্ত করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৯, ১৯:৫৭আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২০:৩৬

ব্রিফিং করছেন শাজাহান খান সড়ক দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান। তিনি বলেন, ‘দুর্ঘটনার তদন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট (এআরআই) ও পুলিশের যৌথ উদ্যোগে করতে হবে। তাহলে কে দায়ী, সেটি বেরিয়ে আসবে।’ শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফেডারেশনের বিভিন্ন এলাকার শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে দুই দিনব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এই দাবি  জানান।

শাজাহান খান বলেন, ‘মামলাগুলোকে বিচার-বিশ্লেষণ করে চার্জশিট দিতে হবে। সেখানে পথচারী, যাত্রী, রাস্তা, ড্রাইভার নাকি মালিকের পুরনো গাড়ির কারণে দুর্ঘটনা ঘটেছে সেটা দেখতে হবে।’

এক প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, ‘আইনের কোন কোন ধারায় পরিবর্তন আনা উচিত, সেটা আমরা কালকেই বসে নির্ধারণ করবো। সড়ক পরিবহন সেক্টরে অন্য যেসব সমস্যা রয়েছে, সেগুলোও আমরা তুলে ধরবো। সেই দাবি আমরা সরকারের কাছে পেশ করবো।’

এই শ্রমিক নেতা বলেন, ‘আগামী ২৪ তারিখ সড়ক পরিবহন টাস্কফোর্সের বৈঠক রয়েছে। এর আগে আমরা যে ১১১টি সুপারিশ ঠিক করেছি, সেই সুপারিশ বাস্তবায়ন নিয়ে সেখানে আলোচনা হবে। সেখানেও আমরা বিষয়গুলো তুলে ধরবো। আমি বিশ্বাস করি, যেই সুপারিশ করা হয়েছে, সেটি যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা কাঙ্ক্ষিত পর্যায়ে নেমে আসবে।’

শাজাহান খান বলেন, ‘আইনটি করার আগে আমরা কিছু প্রস্তাব করেছি। কিন্তু সেটা গ্রহণ করা হয়নি। আগামীকাল সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। আমরা তার সঙ্গে বৈঠক করে আমাদের আলোচনাগুলো তুলে ধরবো। কীভাবে সমস্যাগুলো সমাধান করা যায়, সে বিষয়ে আলোচনা করবো। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনে আমাদের কর্মসূচি জানাবো।’

ট্রাক শ্রমিকদের কর্মবিরতি প্রসঙ্গে শাজাহান খান বলেন, ‘কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। তেজগাঁওয়ের যে পণ্যপরিবহন সমিতি, সেটি আমাদের অন্তর্ভুক্ত নয়। ২৩৩টি সংগঠন আমাদের ফেডারেশনের অন্তর্ভুক্ত।’ এর মধ্যে দেড় শতাধিক সংগঠনের প্রতিনিধি শুক্রবারের সভায় যোগ দিয়েছেন বলেও তিনি জানান।

/এসএস/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
খাবার না খাওয়ায় বাবার ‘চড়’, মাথায় আঘাত পেয়ে শিশুর মৃত্যু
চলতি মাসেই বঙ্গবাজারে বহুতল মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন  
টানা দাবদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
সর্বশেষ খবর
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়