X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে: তোফায়েল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২০, ০১:৫৪আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ০৬:৫৬

তোফায়েল আহমেদ সরকারি দলের সিনিয়র সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘স্বাধীনতার পরে অনেকে বলতেন, বাংলাদেশ দরিদ্র দেশের রোল মডেল হবে। কিন্তু, আজ বিশ্ববাসী মনে করে, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’ সোমবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তোফায়েল আহমেদ এ কথা বলেন।

শহীদ আসাদ দিবসের প্রসঙ্গ টেনে তোফায়েল আহমেদ বলেন, ‘১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছিল স্বাধীনতার ড্রেস রিহার্সাল। গণঅভ্যুত্থান না হলে বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্ত হতেন না। বঙ্গবন্ধু মুক্ত না হলে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হতো না। তা নাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। ভালো লাগতো যদি দিনগুলো ভালোভাবে পালন করা যেত।’

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘দুর্নীতি অনিয়ম বন্ধ করতে তার মন্ত্রণালয় কর্মসূচি গ্রহণ করেছে। এখন পর্যন্ত ৯৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ১০০ একর সম্পত্তি উদ্ধার করা হয়েছে। অনেক প্রভাবশালী ব্যক্তি এসব জমি দখল করেছিলেন। রূপপুর পারমানবিক কেন্দ্রে ১৩ মাসে উন্নত মানসম্পন্ন কাজ করে প্রমাণ হয়েছে মন্ত্রণালয় অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে।’

সরকারি দলের মীর মোস্তাক আহমদ বলেন, ‘রোহিঙ্গারা ভবিষ্যতে দেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। যত তাড়াতাড়ি এই সমস্যা সমাধান করা যাবে দেশের জন্য তত মঙ্গল।’

বিরোধী দল জাতীয় পার্টির সদস্য গোলাম কিবরিয়া বলেন, ‘শেখ হাসিনার একক নেতৃত্বে দেশ সুন্দরভাবে চলছে। এখানে ভয় পাওয়ার কিছু নেই। কোনও চিন্তার সুযোগ নেই। তারা সরকারি দল না বিরোধী দলে, তা বোঝা সমস্যা হয়ে গেছে। এলাকার কাজ নিয়ে বিভিন্ন দফতরে গেলে ঠিকভাবে মূল্যায়ন করা হয় না।’

অন্যদের মধ্যে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক প্রমুখ আলোচনায় অংশ নেন।

 

/ইএইচএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিলাইছড়িতে বিশেষ সেনা অভিযান, অস্ত্রসহ আটক ৮
বিলাইছড়িতে বিশেষ সেনা অভিযান, অস্ত্রসহ আটক ৮
এক্স সিরামিকসের চিফ ব্র্যান্ড অফিসার শান্ত
এক্স সিরামিকসের চিফ ব্র্যান্ড অফিসার শান্ত
‘প্রচণ্ড গরমে গায়ের চামড়া যেন পোড়াচ্ছিল'
‘প্রচণ্ড গরমে গায়ের চামড়া যেন পোড়াচ্ছিল'
রেসিপি: চিকেন কিমা পুরি
রেসিপি: চিকেন কিমা পুরি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’