X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নের পথিকৃৎ: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৫

স্পিকার শিরীন শারমিন চৌধুরী (ফাইল ফটো)

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ভাষা আন্দোলনসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও সব গণতান্ত্রিক আন্দোলনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। তিনি বলেন, তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নের পথিকৃৎ।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন,  ‘বর্তমান বাংলাদেশের উন্নয়নেও নারীদের অংশগ্রহণ দৃশ্যমান। অর্থনীতির মূলস্রোতে নারীদের সম্পৃক্ততা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

বৃহস্পতিবার (২৭ পেব্রুয়ারি) নিজের নির্বাচনি এলাকা রংপুর-৬ পীরগঞ্জে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পীরগঞ্জে মহিলা আওয়ামী লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‌্যালি’র উদ্বোধন করেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নের পথিকৃৎ। বিশ্বে বাংলাদেশ আজ  নারী ক্ষমতায়নের রোল মডেল। রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তরুণ নারীসমাজ এগিয়ে আসলে অচিরেই সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে নারীদের এগিয়ে যেতে হবে। যারা বঙ্গবন্ধু, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করবে, তারাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারবে।’

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ও মুজিববর্ষের প্রাক্কালে স্পিকার বলেন, ‘মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এমন এক শুভ দিনে যে, ১৯৬৯ সালে ২৩ ফেব্রুয়ারি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়েছিল।’

পরে ড. শিরীন শারমিন চৌধুরী স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় ‘পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আর. ই. আর এমপি-৩)’ শীর্ষক প্রকল্পের অধীন ইউনিয়নভিত্তিক রক্ষণাবেক্ষণ মহিলা কর্মী তালিকা চূড়ান্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম। প্রকল্পের আওতায় লটারির মাধ্যমে ১৫টি ইউনিয়ন থেকে ১৫০ জন কর্মীকে ৭৫০০ টাকা বেতনে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। কর্মীদের কাছ থেকে প্রতিদিন ৮০ টাকা করে বাধ্যতামূলকভাবে সঞ্চয় হিসাবে যৌথ অ্যাকাউন্টে রাখা হবে— যা চার বছর পর লভ্যাংশসহ তাদের প্রদান করা হবে। এ সময় স্পিকার লটারির কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এরপর স্পিকার রংপুর জেলা পরিষদের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ১৫টি ইউনিয়ন থেকে বাছাইকৃ করা ৪৫ জন প্রতিবন্ধীকে প্রতিটি ছয় হাজার টাকা মূদামের হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগরা উপস্থিত ছিলেন। শেষে স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ‍যুব ঋণ কর্মসূচির আওতায় বেকার যুব ও যুব মহিলাদের মাঝে ১১ লাখ টাকার চেক বিতরণ করেন। পরে ড. শিরীন শারমিন চৌধুরী পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপনের জায়গাটি পরিদর্শন করেন।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গার সভাপতিত্বে রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাফিয়া খানম, পীরগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভাপতি জোহরা বেগম, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল মিলন, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনিসহ রংপুর জেলা আওয়ামী লীগ এবং পীরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগের স্থানীয় নেতারা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’