X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী ও তার স্ত্রী করোনা আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২০, ২১:৩২আপডেট : ১৩ জুন ২০২০, ০১:২৪

মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

সুফি আব্দুল্লাহিল মারুফ জানান, করোনা উপসর্গ থাকায় বৃহস্পতিবার (১১ জুন) তাদের নমুনা নিয়ে টেস্ট করা হলে শুক্রবার (১২ জুন) ফলাফল পজিটিভ আসে। মন্ত্রী, তার স্ত্রী এবং একান্ত সচিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

নিজের এবং আক্রান্ত অন্যদের দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আ ক ম মোজাম্মেল হক।

গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক সরকারের সিনিয়র মন্ত্রী। প্রটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরেই তার অবস্থান।

এর আগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর করোনাভাইরাসে আক্রান্ত হন। এছাড়া, আরও সাত জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন— আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিরাজগঞ্জ-১ আসনের এমপি মোহাম্মদ নাসিম, নওগাঁ-২ আসনের শহীদুজ্জামান সরকার, যশোর-৪ আসনের রণজিৎ কুমার রায়, জামালপুর-২ আসনের ফরিদুল হক খান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এবাদুল করিম, চট্টগ্রাম-৮ আসনের মোসলেম উদ্দিন আহমে এবং চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী। এছাড়া, ব্যক্তিগত সহকারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আইসোলেশনে আছেন বাগেরহাট-২ আসনের এমপি শেখ তন্ময়।

করোনাভাইরাসে আক্রান্তদের সবাই ক্ষমতাসীন দলের সংসদ সদস্য। এদের মধ্যে শহীদুজ্জামান সরকার ইতোমধ্যে সুস্থ হয়েছেন। মোহাম্মদ নাসিমেরও ইতোমধ্যে করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে করোনায় আক্রান্ত থাকা অবস্থায় তার ব্রেন স্ট্রোক হয়। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ডিপ কোমায় রয়েছেন।

/সিএ/আইএ/ইএইচএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক ক্লাইমেট ক্যাম্পে অংশীদার হিসেবে যুক্ত হলো ‘ও.ক্রিডস’
আন্তর্জাতিক ক্লাইমেট ক্যাম্পে অংশীদার হিসেবে যুক্ত হলো ‘ও.ক্রিডস’
অর্থ মন্ত্রণালয়ের অধীন স্বতন্ত্র-বিশেষায়িত বিভাগ হবে এনবিআর
অর্থ মন্ত্রণালয়ের অধীন স্বতন্ত্র-বিশেষায়িত বিভাগ হবে এনবিআর
ঘরের মেঝেতে মায়ের রক্তাক্ত লাশ, পিটিয়ে হত্যার দায় স্বীকার পালিত ছেলের
ঘরের মেঝেতে মায়ের রক্তাক্ত লাশ, পিটিয়ে হত্যার দায় স্বীকার পালিত ছেলের
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বৃহত্তম বন্দি বিনিময়, শেষ দিনে মুক্ত ৬০৬ জন
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বৃহত্তম বন্দি বিনিময়, শেষ দিনে মুক্ত ৬০৬ জন
সর্বাধিক পঠিত
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র