X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

বাংলাদেশকে ৯৭ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে চীন

শেখ শাহরিয়ার জামান
১৮ জুন ২০২০, ২২:০০আপডেট : ১৮ জুন ২০২০, ২৩:৩৯

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ফাইল ছবি) করোনা পরিস্থিতির মধ্যে বাংলাদেশকে বড় বাণিজ্য সুবিধা দিতে যাচ্ছে চীন। বাংলাদেশের আট হাজার ২৫৬টি পণ্য শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে চীনে। যা দেশটিতে রফতানি পণ্যের ৯৭ শতাংশ। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ এই সুবিধা পাবে। চেষ্টা করা হচ্ছে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পরেও যাতে এই সুবিধা অব্যাহত থাকে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি অত্যন্ত ভালো খবর যে তারা আমাদের ৯৭ শতাংশ পণ্যের ওপর শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেবে। আমাদের আজকে (বৃহস্পতিবার) তারা জানিয়েছে এবং এই বিষয়ে শুক্রবার বিস্তারিত জানাবো।’

চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান জানান, তিনটি পণ্য ক্যাটাগরিতে আট হাজার ২৫৬টি পণ্যের ওপর চীন এই সুবিধা দেবে। প্রথম ক্যাটাগরি হচ্ছে ‘সুবিধাপ্রাপ্ত দেশ স্বল্পোন্নত’, যার অধীনে পাঁচ হাজার ১৬১টি পণ্য, দ্বিতীয় ক্যাটাগরি ‘সুবিধাপ্রাপ্ত দেশ স্বল্পোন্নত-১’, যার অধীনে দুই হাজার ৯১১টি পণ্য এবং ‘সুবিধাপ্রাপ্ত দেশ স্বল্পোন্নত-২’, যার অধীনে ১৮৪টি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে।

কবে থেকে এই সুবিধা পাওয়া যাবে জানতে চাইলে তিনি বলেন, ‘আগামী জুলাই থেকে বলবৎ হবে বলে আমাদের জানানো হয়েছে। স্বল্পোন্নত দেশ হিসেবে আমরা এই সুবিধা পাচ্ছি এবং এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে ২০২৭-এ যখন আমরা মধ্যম আয়ের দেশে সম্পূর্ণভাবে উন্নীত হবো তখনও যেন এই শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকে।’

বিশ্ব বাণিজ্য সংস্থার স্পেশাল ও ডিফারেনশিয়াল ট্রিটমেন্টের অধীনে এই সুবিধা অব্যাহত রাখা যাবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘আমরা ভালো করছি বলেই স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে মধ্যম আয়ের দেশে উন্নীত হবো। এই জন্য আমাদের সুবিধা কর্তন করা হলে আমাদের শাস্তি দেওয়া হবে।’

এই সিদ্ধান্তে দেশের ৭০ কোটি ডলারের রফতানি আয় বাড়বে জানিয়ে তিনি বলেন, ‘এই শুল্কমুক্ত সুবিধার ফলে একদিকে যেমন রফতানি বাড়বে, তেমনি বিদেশি বিনিয়োগকারীদের অধিক পরিমাণে আকর্ষণ করা সম্ভব হবে।’

ইতোমধ্যে স্টিল মিল ও কেমিক্যাল প্ল্যান্ট করার জন্য চীনা বিনিয়োগকারীরা আলোচনা করছে জানিয়ে তিনি বলেন, ‘চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের মতো দেশে বিনিয়োগ করে পণ্য উৎপাদন করার পরে আবার সেটি চীনে রফতানি করে। এ ধরনের রিলোকেশন এখন অনেক হচ্ছে।’

/এসএসজেড/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জামালপুরে পিপির বিরুদ্ধে অনাস্থা, অপসারণ দাবি
জামালপুরে পিপির বিরুদ্ধে অনাস্থা, অপসারণ দাবি
পাকিস্তানে ভারতের হামলাকে দুঃখজনক বললেন ট্রাম্প, উদ্বিগ্ন জাতিসংঘ
পাকিস্তানে ভারতের হামলাকে দুঃখজনক বললেন ট্রাম্প, উদ্বিগ্ন জাতিসংঘ
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
নকল সিগারেট বিক্রির দায়ে জেল-জরিমানা
নকল সিগারেট বিক্রির দায়ে জেল-জরিমানা
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ