X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব চান তাপস, ওয়াসার খালে আগ্রহ আতিকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২০, ২১:৩৬আপডেট : ২৩ জুলাই ২০২০, ০৮:৪৪

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম জলাবদ্ধতা নিরসনে আলাদা দায়িত্ব চেয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র। দু’জনেরই মন্তব্য, ঢাকা ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড এই কাজে চরম ব্যর্থ হয়েছে। উভয়ে সংস্থা দুটির কড়া সমালোচনা করেছেন। 

দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জলাবদ্ধতা নিরসনের জন্য দায়িত্ব চেয়েছেন। অন্যদিকে ওয়াসার খালের দায়িত্ব নিতে আগ্রহী উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম। দু’জনই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে নিজেদের ইচ্ছার কথা জানান।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কথায়, ‘ঢাকার জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব ঢাকা ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আমাদের দায়িত্ব দিন, আমরা দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনার মাধ্যমে ঢাকার জলাবদ্ধতা নিরসন করবো।’

বুধবার (২২ জুলাই) দুপুরে জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণ করতে ওয়েবিনারে অনুষ্ঠিত জরুরি সভায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯-এর দ্বিতীয় তফসিল ও তৃতীয় তফসিলের বিভিন্ন বিধি, ধারা ও উপধারা উল্লেখ করেন দক্ষিণ সিটি মেয়র। তিনি বলেন, ‘সিটি করপোরেশন তাদের আওতাভুক্ত এলাকায় পানি নিষ্কাশন, জলাধার সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করতে দায়বদ্ধ। কিন্তু দীর্ঘদিন ধরে ঢাকা ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড জলাধার সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও পানি নিষ্কাশনসহ জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব নিজেদের আওতায় রেখেছে। আইন অনুযায়ী তারা আমাদের কাছে দায়িত্ব হস্তান্তর করছে না। কিন্তু তারা সেই দায়িত্ব সঠিকভাবে পালনও করছে না। ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড দায়সারাভাবে দায়িত্ব পালন করছে বলেই বছরের পর বছর ঢাকায় জলাবদ্ধতা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই আইন অনুযায়ী দায়িত্ব আমাদের কাছে হস্তান্তর করুন। আমরা দায়িত্ব নিতে প্রস্তুত। আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ঢাকাবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্ত করবো।’

তাপসের ভাষ্য, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত। তাই আমাদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক। কিন্তু সিটি করপোরেশন এলাকায় জলাবদ্ধতার জন্য দায়ী সংস্থাগুলোর প্রধান ও প্রতিনিধিরা যেসব তথ্য দিয়েছেন সেগুলো পুরোপুরি সঠিক নয়। প্রয়োজনে আমরা এখনই পরিদর্শনে যেতে পারি। সেবা সংস্থা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে যেসব তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছে, সেগুলোর সত্যতা আমরা সরেজমিনে যাচাই করতে পারি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, উপস্থাপিত তথ্যগুলো সঠিক নয়। এটা আমরা সরেজমিনে স্পটে গিয়ে প্রমাণ করতে পারবো।’

স্থানীয় সরকারমন্ত্রীকে পাউবো ও ওয়াসার পক্ষে উপস্থাপিত উন্নয়ন কার্যক্রমগুলো সরেজমিনে পরিদর্শনের জন্য অনুরোধ করলে ডিএসসিসি মেয়র তাতে সায় দেন। এরপর বিকালে ১৪ নম্বর, ২২ নম্বর ও ২৪ নম্বর ওয়ার্ডের খাল ও পাম্প স্টেশনে পরিদর্শনে যান তারা। খালগুলো ময়লা-আবর্জনা জমে নিশ্চল-নিথর হয়ে পড়ে থাকায় এবং পাম্প হাউজের নিশ্চলতা দেখে উপস্থিত সবাই হতাশা প্রকাশ করেন। এরপর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলের পাশে হাতিরঝিল স্লুইস গেট পরিদর্শনে যান মন্ত্রী ও ঢাকার দুই মেয়র। তখন জিজ্ঞাসা করলে জানানো হয়, গত ১৩ জুলাই থেকে স্লুইস গেট উন্মুক্ত করা হয়েছে।

এদিকে আতিকের অভিযোগ, খালের দায়িত্ব নিয়ে ঢাকা ওয়াসা তা যথাযথভাবে পালন করছে না। সংস্থাটির নিয়ন্ত্রণাধীন সব খালের দায়িত্ব ডিএনসিসিকে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। বুধবার বিকালে জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামসহ জলাবদ্ধ এলাকা পরিদর্শনে দিয়ে রাজধানীর কাওরান বাজার টিসিবি ভবনের সামনে মেয়র বলেন, ‘জলাবদ্ধতা কেন সৃষ্টি হচ্ছে? এ প্রশ্নের মুখে পড়ে গালি কিন্তু আমাদের শুনতে হয়। তাই ওয়াসার কাজগুলো আমাদের দিন। আমরা দেখিয়ে দিতে চাই, নগরবাসীকে আমরা যে কথা বলি সেই অনুযায়ী কাজ করি। আমাদের কথার সঙ্গে কাজের মিল আছে।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘আমরা গতবার যখন এসেছিলাম, তখন মাছরাঙা টেলিভিশনের সামনে পানি জমে ছিল। এখন পানি কিন্তু জমে না। কালশীর জলাবদ্ধতার সমাধানও আমরা করেছি। আমরা কাওলা খাল নিজেদের উদ্যোগে খনন করেছি। আজ সকালে মন্ত্রীর সঙ্গে বৈঠকে দক্ষিণের মেয়রসহ আমি বলেছি, ওয়াসা থেকে আমাদের খালগুলো দিয়ে দিন। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। আমরা কথা দিতে পারি, এই খাল আমরা পুনরুদ্ধার করবো। ড্রেন থেকে খাল এবং খাল থেকে নদীতে আমরা সংযোগ করবো। আমরা দেখেছি, কাওরান বাজারে গতকাল কোমর পানি ছিল। কী জন্য ছিল? আমরা ব্যাখ্যা করেছি। এখানে মহাপরিকল্পনা করতে হবে দুটি। প্রথমত, পর্যাপ্ত পাম্প লাগাতে হবে, যাতে হাতিরঝিল থেকে পানি ওপারে যায়। আর আমাদের সংযোগ আরও মজবুত করতে হবে। আমরা দেখেছি মগবাজারে কী দুরবস্থা। মন্ত্রীকে বলেছি, ঢাকা শহরে এখন কাওরান বাজার, মগবাজার, মীরবাগ, মধুবাগে বেশি পানি জমছে। আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি। এর অনুমোদন পেলে কথা দিতে পারি, আগামী বছর এসব এলাকায় জলাবদ্ধতা হবে না। আমরা ২৬টি জায়গা চিহ্নিত করেছি। এগুলো পর্যায়ক্রমে তৈরি করবো। এবারের বর্ষায় আমরা ১০টি এলাকায় সমাধান নিয়ে আসবো।’

এ সময় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আগে ড্রেনের পাইপ যত মোটা রাখা হয়েছে এবং এগুলো যতটুকু পানি ধারণক্ষমতা সম্পন্ন, বর্তমান প্রেক্ষাপটে তার চেয়ে আরও বেশি জায়গা প্রয়োজন। বেশকিছু বিষয়ে কাজ করা দরকার। যেমন খাল ভালো করে পরিষ্কার করা। যদিও আমরা এসব বিষয়ে শুরু থেকে পদক্ষেপ নিয়েছি। কিন্তু সব এখনও ঠিকমতো পরিষ্কার হয়নি। এজন্য আজ মাঠে পরিদর্শনে এসেছি। যেসব তথ্য পাচ্ছি, সেই অনুযায়ী একটা স্থায়ী সমাধানের জন্য ধীরে ধীরে এগোতে হবে। পানি নিষ্কাশন ব্যবস্থার ত্রুটি ছিল। এখানে পানি আউটলেট হওয়ার মতো যথেষ্ট জায়গা নেই। অর্থাৎ ব্যবস্থাপনায় ত্রুটি আছে। এখানে আরও বর্ধিত ব্যবস্থাপনা লাগবে। আমরা ভবিষ্যতে এসব প্রকল্প নিয়ে কাজ করবো। শহরের মানুষ যাতে আর দুর্ভোগের সম্মুখীন না হয় সেজন্য যত দ্রুত সম্ভব কার্যকর পদক্ষেপ নিতে চেষ্টা করবো।’

মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দীন।

/এসএস/জেএইচ/
সম্পর্কিত
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
মুগদায় উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
সর্বশেষ খবর
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা