X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে করোনায় মৃত্যু নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩২

২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে করোনায় মৃত্যু নেই

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি। এই বিভাগে এ পর্যন্ত করোনায় মারা গেছেন  মোট ১০০ জন। দেশের আট বিভাগের মধ্যে ময়মনসিংহ বিভাগে মৃত্যু হার সবচেয়ে কম।

শুক্রবার ( ১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

এদিকে দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪ জন।  এখনও পর্যন্ত মোট মারা গেছেন চার হাজার ৬৬৮ জন। গত ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।

দেশে করোনায় মোট মারা যাওয়া চার হাজার ৬৬৮ জনের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন দুই হাজার ২৫৮ জন, যা  শতকরা হিসাবে ৪৮ দশমিক ৩৭ শতাংশ। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৯৮৯ জন,অর্থাৎ ২১ দশমিক ১৯ শতাংশ। রাজশাহী বিভাগে মারা গেছেন ৩১২ জন, ছয় দশমিক ৬৮ শতাংশ।  খুলনা বিভাগ মারা গেছেন ৩৯৬ জন, আট দশমিক ৪৮ শতাংশ। বরিশাল বিভাগে মারা গেছেন ১৮০ জন, তিন দশমিক ৮৬ শতাংশ। সিলেট বিভাগে মারা গেছেন ২১০ জন, চার দশমিক ৫০ শতাংশ। রংপুর বিভাগে মারা গেছেন ২২৩ জন, চার দশমিক ৭৮ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ১০০ জন, শতকরা হিসেবে দুই দশমিক ১৪ শতাংশ।

আবার দেশে মোট করোনায় মৃতদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়— শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছে ২০ জন; শতকরা হিসাববে শূন্য দশমিক ৪৩ শতাংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে ৪০ জন, শূন্য দমমিক ৮৬ শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১০৯ জন, দুই দশমিক ৩৪ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৮০ জন, ছয় শতাংশ। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬১০ জন, ১৩ দশমিক শূন্য সাত শতাংশ। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এক হাজার ২৭৪ জন, ২৭ দশমিক ২৯ শতাংশ এবং ষাটোর্ধ্ব দুই হাজার ৩৩৫ জন, ৫০ দশমিক শূন্য দুই শতাংশ।

ছবি: সাজ্জাদ হোসেন

 

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত: উদ্ধারে বাধা প্রতিকূল আবহাওয়া
ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত: উদ্ধারে বাধা প্রতিকূল আবহাওয়া
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ