X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

একাদশে ভর্তি নিশ্চয়নের সময় বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:১২

একাদশে ভর্তি কার্যক্রম (ফাইল ছীব) কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চয়নের সময় বাড়ানো হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি নিশ্চয়ন করতে পারবেন। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত বৃহস্পতিবারের (১৭ সেপ্টেম্বর) আদেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের আবেদনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের সময় আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

উল্লেখ্য, এসএসসি পাসের পর চয়েসের ভিত্তিতে কোনও শিক্ষার্থী যে কলেজে ভর্তির সুযোগ পেয়েছে সেখানে সে ভর্তি হবে কিনা তা নিশ্চিত করতে হয়। তবে এই বিষয়টি নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে। তাই সময় বাড়ানো হয়েছে।

কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশের পর ১৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর শেষ দফায় একাদশ শ্রেণিতে ভর্তি সম্পন্ন করার কথা। তবে অনেকে ভর্তি নিশ্চয়ন করে ভর্তি হতে পারেননি। তাই প্রতিষ্ঠানের অনুরোধে সময় বাড়ানো হয়।  ভর্তি সম্পন্ন হলে অক্টোবর থেকে অনলাইনে একাদশের ক্লাস শুরু করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উচ্চ মাধ্যমিক পর্যায়ের (কলেজ) একাদশে এবারও মোট তিন ধাপে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির আবেদন নেওয়া হয়। প্রায় ১৪ লাখ শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন।

গত ৯ আগস্ট থেকে অনলাইনে এই আবেদন শুরু হয়। এর আগে সোমবার (২০ জুলাই) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি ভর্তির এ সংক্রান্ত সূচি প্রকাশ করে।

আরও পড়ুন- 

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও পরীক্ষা নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত হচ্ছে অনলাইন এডুকেশন: শিক্ষামন্ত্রী

 

 

/এসএমএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!