X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভ্যাকসিন ট্রায়ালের ভবিষ্যৎ কী?

জাকিয়া আহমেদ
০২ অক্টোবর ২০২০, ১৮:৫৯আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২৩:৫৩

কোভিড ১৯ ভ্যাকসিন (প্রতীকী)

আর্থিক সংকটের কথা জানিয়ে চিঠি দেওয়ার পর চীনের প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেকের করোনা ভ্যাকসিনের ট্রায়াল নিয়ে বাংলাদেশে নতুন জটিলতা সৃষ্টি হয়েছে। অনেক কোম্পানি বর্তমানে ভ্যাকসিনের ক্ষেত্রে এগিয়ে থাকলেও এই সিনোভ্যাকই সবদিক দিয়ে এগিয়ে ছিল বাংলাদেশে ট্রায়ালের জন্য। সিনোভ্যাক তাদের ‘অর্থনৈতিক সংকট’-এর কথা জানিয়ে ট্রায়ালে বাংলাদেশ সরকারকে ‘কো ফান্ডিং’ করার জন্য অনুরোধ করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, একটু সময় লাগলেও সিনোভ্যাকের ট্রায়াল বাংলাদেশে হবে। মন্ত্রিপরিষদের আগামী বৈঠকে সবকিছুর সিদ্ধান্ত হবে বলে আশা করছেন তারা। আর বিশেষজ্ঞরা বলছেন, কোনোভাবেই যেন ভ্যাকসিন নিয়ে দেরি করার সুযোগ তৈরি না হয় সেদিকে সতর্ক থাকতে হবে।

সিনোভ্যাকের চিঠি

গত ২২ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেককে দেওয়া সিনোভ্যাক তাদের চিঠিতে বলেছে, ‘আমাদের কাছে যে ফান্ড ছিল সেগুলো অন্যান্য দেশে ট্রায়ালের জন্য বিতরণ করা হয়েছে। এই মুহূর্তে তাই বাংলাদেশে ট্রায়াল করার জন্য প্রয়োজনীয় অর্থ আমাদের হাতে নেই। আমরা এই তহবিল অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের প্রথমভাগে কিছুটা সংগ্রহের পরিকল্পনা করছি। যদিও বাংলাদেশে ট্রায়াল পরিচালনার জন্য আমাদের তহবিল গঠনে যৌথ অংশীদার প্রয়োজন।’

আগস্টের শুরুতে তাদের ট্রায়াল শুরু করার পরিকল্পনা ছিল জানিয়ে সিনোভ্যাক বলেছে, ‘আমাদের প্ল্যান ছিল আগস্টের শুরুতে ট্রায়াল শুরু করার। কিন্তু অনুমোদন পেতে দেরি হওয়ার কারণে আমরা আমাদের ফান্ড অন্য দেশে ট্রায়ালের জন্য দিয়ে দেই। একই সঙ্গে আমরা চূড়ান্ত অনুমোদন পাবো কিনা তা নিয়েও অনিশ্চয়তার মধ্যে ছিলাম। বাংলাদেশে ট্রায়াল করার সদিচ্ছা ও এক্সটারনাল এজেন্সির পরামর্শে আমরা দ্য কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সেপি)-এর কাছ থেকে তহবিলের জন্য আবেদন করেছি। আমাদের এক্সটারনাল এজেন্সি তহবিলের বিষয়ে আশা দেখালেও দুই সপ্তাহ আগে সেপি আমাদের জানায় যে তারা সহায়তা করতে পারবে না।’

প্রসঙ্গত, এর আগে ১৯ জুলাই বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) সিনোভ্যাকের এ ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়ালের জন্য অনুমোদন দেয়। আইসিডিডিআর,বি’র মাধ্যমে তারা এ দেশে ট্রায়ালের জন্য আবেদন করে। এরপর সিনোভ্যাকের ট্রায়ালের অনুমতি পেতে সময় লাগে প্রায় এক মাস। কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটিও একাধিকবার দেশে ভ্যাকসিন ট্রায়ালের কথা বলেছে।

গত ২২ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে সিনোভ্যাক আর্থিক সহযোগিতার কথা জানায় আইইসিডিডিআরবিকে, আইসিডিডিআর,বি সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানায়। আর এ বিষয়ে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, তারা সিনোভ্যাকের কো ফান্ডিংয়ের কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।

বিশেষজ্ঞদের শঙ্কা

বিশেষজ্ঞরা বলছেন, শুরুতে সিনোভ্যাকের এ ট্রায়াল আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠানের (আইসিডিডিআর,বি) প্রটোকল অনুযায়ী তাদের নিজস্ব অর্থায়নে হওয়ার কথা ছিল। কিন্তু সিনোভ্যাকের এই  ‘কো-ফান্ডিং’ করার অনুরোধের কারণে বাংলাদেশে যে সময়ে সিনোভ্যাকের ট্রায়াল হওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে গেলো।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিশেষজ্ঞ জানান, সামনে হয়তো বাংলাদেশে আরও ভ্যাকসিনের ট্রায়াল হবে। কিন্তু চীনের এই ভ্যাকসিনের সুবিধা ছিল, তারা এখানে ট্রায়াল করলে বাংলাদেশের স্থানীয় কোম্পানিকে তাদের ভ্যাকসিনের টেকনোলজি দেবে। যাতে বাংলাদেশ সে ভ্যাকসিন তৈরি করতে পারে, যেন দামটা মানুষের আর্থ সামাজিক অবস্থা অনুযায়ী নির্ধারণ করতে পারে।

একইসঙ্গে তারা এক লাখ ১০ হাজার ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার শর্ত ছিল, যেটা অন্যান্য ভ্যাকসিনের ক্ষেত্রে হয়তো সম্ভব হবে না। কারণ সিনোভ্যাকের বেলায় আইসিডিডিআর,বি ডমিনেট করেছে, প্রটোকল করেছে। তাই সিনোভ্যাকের ট্রায়াল যদি বাংলাদেশে না হয়, তাহলে সেটা ‘লস’ হবে।

তারা আরও বলছেন, অন্য কোনও ভ্যাকসিন কোম্পানিকে ডিক্টেট করা যাবে না, কিন্তু যেহেতু চীনের এই কোম্পানি তুলনামূলকভাবে নতুন, তাই আইসিডিডিআর,বি সে সুযোগটা নিতে পেরেছিল। যদি ভ্যাকসিনটা ভালো হতো, তাহলে বাংলাদেশ অনেক আগে পেতো- এটা একটি বড় পাওয়া হতে পারতো।

সময় নষ্ট যাতে না হয়

শীতের সময়ে নানা কারণেই করোনার প্রাদুর্ভাব বাড়বে জানিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহিদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যারা টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে পারবে, তারা আগে পাবে। কিন্তু কোনোভাবেই ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে সময় ব্যয় করা যাবে না। যতদ্রুত সম্ভব ভ্যাকসিন পাওয়ার জন্য যত ধরনের আলোচনা বা যোগাযোগ করতে হয়, সব করতে হবে।’

তিনি বলেন, ‘এখনও দেশে জনসংখ্যার তুলনায় কম মানুষ আক্রান্ত হয়েছেন। তবে আরও বিশাল সংখ্যক মানুষের আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আর যেহেতু অ্যান্টিবডি টেস্ট হচ্ছে না, সেরো সার্ভিল্যান্স হচ্ছে না, তাই আমরা জানিও না কী পরিমাণ মানুষ আসলে আক্রান্ত। সব মিলিয়েই তাই ভ্যাকসিন নিয়ে দেরি করার কোনও সুযোগ নেই।’

যা বলছেন স্বাস্থ্যমন্ত্রী

এসব বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাদের যা যা চাওয়ার ছিল সবই আমরা করে দিয়েছি। আমরা অনুমোদন দিলাম, শর্ত পালন করে দিলাম। হাসপাতাল-স্বেচ্ছাসেবীদের তালিকা হলো। এখন তাদের কাজ তারা শুরু করবে। আগে কো-ফান্ডিংয়ের কথা ছিল না, এখন আমরা সেটা চিন্তা করবো।’

কিন্তু সিনোভ্যাক বলেছে, অনুমোদন দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ দেরি করেছে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তাদের কথা তারা বলতে পারেন। আমাদের ফর্মালিটিস রয়েছে, বুঝে শুনে দিতে হবে। আর যখনই এটা হয়েছে, তাদের অনুমোদন দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সিনোভ্যাকই জানিয়েছিল ট্রায়াল হলে তারা এক লাখের বেশি ভ্যাকসিনসহ আমাদের অগ্রাধিকার দেবে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে। তারা যা বলেছিল, সবই নীতিগতভাবে গ্রহণ করে অনুমোদন দেওয়া হয়। তবে এটি একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। সে সিদ্ধান্ত রাতারাতি আসবে না।’

সিনোভ্যাকের সঙ্গে এ জটিলতার কারণে ভ্যাকসিন পেতে বাংলাদেশের দেরি হবে কিনা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা কেবল একটি দেশের ওপর নির্ভর করে নেই। পাঁচটি দেশের সঙ্গে এই মুহূর্তে ভ্যাকসিন নিয়ে কথা হচ্ছে। সবার সঙ্গেই কথা বলছে বাংলাদেশ। সবকিছু মিলিয়ে আমাদের দেশের সঙ্গে যেটা সুইটেবল হয়…ট্রান্সপোর্ট, স্টোরেজ, প্রাইস, শর্ত, টাইমিং- সবকিছু মিলিয়ে যেটা ভালো আসবে তাদের সঙ্গেই আমাদের কাজ হবে।’

তিনি বলেন, ‘সিনোভ্যাকের ভ্যাকসিনের যদি ডিলে (দেরি) হয়, দাম বেশি হয়, তাহলে আমাদের জন্য সেটা লাভের কিছু নয়। বরং আমরা চাইবো দাম-কোয়ানটিটি সবকিছু ঠিক থাকলে সেদিকেই এগিয়ে যাবো। ভ্যাকসিন যে এক সোর্স থেকেই নিতে হবে, তাও নয়। আমাদের অল ডোর ওপেন। আমরা প্রস্তুতকারী নই, আমরা ক্রেতা। যারা বানাচ্ছে এটা তাদের ওপর নির্ভর করছে, তারা কত তাড়াতাড়ি দিতে পারবে।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ