এয়ার ভাইস মার্শাল মোহাম্মাদ মোস্তাফিজুর রহমানকে ইন্দোনেশিয়ায় নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৯৮৭ সালে বাংলাদেশ এয়ার ফোর্স থেকে কমিশন পাওয়া মোস্তাফিজুর রহমান বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এরোনোটিকসের ওপর স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক কল্যাণের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।