X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

করোনায় কোন বিভাগে কত মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২০, ১৭:৩০আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২০:২১

ছবি: সাজ্জাদ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৪ জন। এরমধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন পাঁচ হাজার ৭৪৭ জন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত করোনা বিষয়ক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

আবার বিভাগভিত্তিক মৃত্যুর বিশ্লেষণে অধিদফতর জানিয়েছে, মোট মৃতের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন দুই হাজার ৯৫১ জন; যা শতকরা ৫১ দশমিক ৩৫ শতাংশ। চট্টগ্রাম বিভাগে এক হাজার ১৫০ জন; যা ২০ দশমিক শূন্য এক শতাংশ। রাজশাহী বিভাগে ৩৬৭ জন; যা ছয় দশমিক ৩৯ শতাংশ। খুলনা বিভাগে ৪৬২ জন; যা আট দশমিক শূন্য চার শতাংশ। বরিশাল বিভাগে ১৯৭ জন; যা তিন দশমিক ৪৩ শতাংশ। সিলেট বিভাগে ২৪১ জন; যা চার দশমিক ১৯ শতাংশ। রংপুর বিভাগে ২৬০ জন; যা চার দশমিক ৫২ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ১১৯ জন, যা শতকরা দুই দশমিক শূন্য সাত শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৬৮৭ জন। এরমধ্যে ঢাকা বিভাগে রয়েছেন এক হাজার ৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ২১৮ জন, রংপুর বিভাগে ৫৩ জন, খুলনা বিভাগে ১০২ জন, বরিশাল বিভাগে ৩৪ জন, রাজশাহী বিভাগে ৯৭ জন, সিলেট বিভাগে ৪১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪৮ জন রয়েছেন। 

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪ জনের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন এবং ষাট ঊর্ধ্ব রয়েছেন ১৩ জন। আবার এখন পর্যন্ত মোট মারা যাওয়া পাঁচ হাজার ৭৪৭ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছে ২৯ জন; যা শতকরা শূন্য দশমিক ৫০ শতাংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন ৪৫ জন; যা শূন্য দশমিক ৭৮ শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১২৯ জন; যা দুই দশমিক ২৪ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩১৯ জন; যা পাঁচ দশমিক ৫৫ শতাংশ। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭১৫ জন; যা ১২ দশমিক ৪৪ শতাংশ। ৫১ থেকে ৬০ বছরের এক হাজার ৫৩৪ জন; যা ২৬ দশমিক ৬৯ শতাংশ এবং ষাট ঊর্ধ্ব দুই হাজার ৯৭৬ জন; যা ৫১ দশমিক ৭৮ শতাংশ। 

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!