X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সহিংসতা অনিয়মে সম্পন্ন ৩য় ধাপের ইউপি নির্বাচন, চলছে ভোট গণনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ এপ্রিল ২০১৬, ১৭:৫৪আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ২০:০৫

বিভিন্ন জেলায় ব্যাপক অনিয়ম, কেন্দ্র দখল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের ওপর প্রতিপক্ষের হামলা ও বিএনপি প্রার্থীদের ভোট বর্জনের ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে ৩য় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন। দেশের ৪৮টি জেলার ৮৭টি উপজেলার ৬১৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৮টা থেকে একনাগাড়ে বিকেল ৪টা পর্যন্ত এসব ইউপিতে ভোটগ্রহণ চলে। বিভিন্ন ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচুর অনিয়মের প্রচুর অভিযোগ থাকলেও কেন্দ্রগুলোতে এখন ভোট গণনা চলছে।

ইউপি নির্বাচন ২০১৬

আমাদের প্রতিনিধিরা দেশের সংশ্লিষ্ট জেলাগুলোর বিভিন্ন কেন্দ্র ঘুরে জানিয়েছেন, ৩য় দফার নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা বেশিরভাগ ইউনিয়ন পরিষদে জয়ী হওয়ার পথে রয়েছেন। যদিও এসব কেন্দ্রে ব্যাপক অনিয়মের চিত্র দেখতে পেয়েছেন তারা।

এদিকে, এ নির্বাচন মাত্রাতিরিক্ত অনিয়মের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় এবং বিপুল সংখ্যক অভিযোগ পাওয়ায় নির্বাচন কমিশনের কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন। বড় ধরনের সংঘর্ষের ঘটনা কম ঘটলেও কেন্দ্র দখল, প্রতিপক্ষের প্রার্থীদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, মাত্রাতিরিক্ত জালভোটসহ বেশ কিছু অনিয়মের তথ্য তারা পেয়েছেন বলে জানিয়েছেন। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া এখনও নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, শেরপুরসহ বেশ কিছু জেলার একাধিক ইউনিয়ন পরিষদের বিভিন্ন কেন্দ্রে এসব অনিয়মের সংবাদ পাওয়া গেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন-  নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নে বিএনপি চেয়ারম্যান প্রার্থী এস এম আলমগীর হোসেন নির্বাচন বর্জন করেছেন। তার অভিযোগ, সকালে তিনি ভোট দিতে গেলে তার ক্রমিক নম্বরে আগে থেকেই ব্যালট নিয়ে নৌকা প্রতীকে সিল মেরে ব্যালটে ফেলে রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী লীগের লোকজন কেন্দ্র দখল করে নেয়।

বগুড়া প্রতিনিধি জানিয়েছেন-  সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নে ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন।  বগুড়ার ধুনটে নৌকা মার্কা প্রার্থীর পক্ষে জাল ভোট দিতে সহযোগিতা করার অভিযোগে সেলিম রেজা নামে এক প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।  এছাড়া  গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের প্রথমারছেও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাটোর প্রতিনিধি জানিয়েছেন-  নাটোর সদর উপজেলার ৭টি ইউনিয়নে ভোট গ্রহণের  প্রায় ৩ ঘণ্টা  পর ৫টি ইউনিয়নে বিএনপিসহ মোট ৬ জন চেয়ারম্যানপ্রার্থী তাদের ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তাদের অভিযোগ আওয়ামী লীগের সমর্থকরা তাদের সমর্থকদের মারধর, ভোটারদের ভয়ভীতি ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। যার কারণে তারা  ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।
মাগুরা প্রতিনিধি জানিয়েছেন- মাগুরার শ্রীপুরে উপজেলার নাকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে রায় গ্রাম সানরাইজ বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্রে করে মেম্বর প্রার্থী আবুল হোসেন ও ফারুক খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ৫ জন আহত হয়।
নোয়াখালী প্রতিনিধি জানিয়েছেন- নোয়াখালীর চাটখিলের আটটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেন্দ্র দখল ও জাল ভোট প্রদানের প্রতিবাদে বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা ভোট প্রত্যাখান ও বর্জনের ঘোষণা দিয়েছেন।
জামালপুর প্রতিনিধি জানিয়েছেন-  ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে লাইন ভেঙে ভোট দেওয়াকে কেন্দ্র করে  দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।  পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

/এআর/টিএন/

আরও পড়তে পারেন:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গলাকেটে হত্যা রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী

সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!