X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

জঙ্গিবিরোধী অভিযান চলবে, বাড়ছে না বিশেষ অভিযানের মেয়াদ

আমানুর রহমান রনি
১৬ জুন ২০১৬, ০০:১৩আপডেট : ১৬ জুন ২০১৬, ১৭:৪৪

বিশেষ অভিযান গুপ্তহত্যা প্রতিরোধে দেশব্যাপী পুলিশের চলমান বিশেষ অভিযান এক সপ্তাহই চলবে। তবে জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জঙ্গিরা যেন কোনওভাবেই সংগঠিত হতে না পারে সেজন্য পুলিশের তৎপরতা সবসময়  থাকবে। বুধবার রাতে পুলিশ সদর দফতরের কর্মকর্তারা বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সদর দফতরের একজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বাংলা ট্রিবিউনকে বলেন, বিশেষ অভিযানের সময় বৃদ্ধির বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। সাতদিনই অভিযান চলবে। এর বেশি নয়। তবে জঙ্গিবিরোধী অভিযান চলমান থাকবে।  তিনি আরও বলেন, অভিযানে পুলিশ সদর দফতর সন্তুষ্ট। অনেক উগ্রবাদীকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গেছে। তবে এই সন্তুষ্টি নিয়ে আমরা বসে থাকতে চাই না। জঙ্গিবিরোধী অভিযান সবসময় অব্যাহত থাকবে।
গুপ্তহত্যা প্রতিরোধে গত বৃহস্পতিবার (৯ জুন) মধ্যরাত থেকে দেশব্যাপী অভিযান চালায় যৌথবাহিনী। গত চারদিনের অভিযানে ১১ হাজার ৬৪৭ জনকে গ্রেফতার করে। এরমধ্যে ১৬৬ জন জঙ্গি রয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

অভিযানের মেয়াদ বৃদ্ধি করা হবে কিনা?—এমন প্রশ্নের জবাবে পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, আগামী ১৭ জুন পর্যন্ত অভিযান চলবে। আর বাড়ানো হবে না।

মানবাধিকারকর্মীদের পক্ষ থেকে পুলিশের অভিযানে অনেক নিরীহ মানুষকে হয়রানি করার অভিযোগ আসছিল। বিএনপি থেকেও অভিযোগ করা হয়েছিল, তাদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানও অভিযান নিয়ে পুলিশের সমালোচনা করেন। তার সমালোচনার জবাবে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেন, তিনি কিছু্ না বুঝেই কথা বলেন। এতসব সমালোচনার মধ্যে বুধবার (১৫ জুন) সাধারণ গ্রেফতারের সংখ্যা জানানো থেকেও বিরত থাকে পুলিশ।

বিশেষ অভিযানের বিষয়ে পুলিশ সদর দফতরের মিডিয়া ও প্ল্যানিং বিভাগের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) একেএম শহিদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, অভিযানের সময় বৃদ্ধির বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে জঙ্গিবিরোধী অভিযান চলবে।

আরও পড়তে পারেন: এবার মাঠে নামছে ডগ স্কোয়াড কে-৯

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কোচিং বাণিজ্য বন্ধসহ ১২ দফা দাবি অভিভাবক ঐক্য ফোরামের
কোচিং বাণিজ্য বন্ধসহ ১২ দফা দাবি অভিভাবক ঐক্য ফোরামের
গাইবান্ধায় রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া পল্লি চিকিৎসক বগুড়ায় উদ্ধার
গাইবান্ধায় রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া পল্লি চিকিৎসক বগুড়ায় উদ্ধার
মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে ২০ কেজি গাঁজা
মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে ২০ কেজি গাঁজা
হি‌থ্রো বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া
হি‌থ্রো বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
বিদেশে পড়াশোনা ও চিকিৎসা খরচ পাঠানো সহজ হলো
বিদেশে পড়াশোনা ও চিকিৎসা খরচ পাঠানো সহজ হলো